মোঃ লুৎফর রহমান (খাজা শাহ): ডি.এম.পি মতিঝিল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াসির আরাফাত খানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রাসেল হোসেন, অপারেশন ইন্সপেক্টর কাজী নাসিরুল আমীন এস.আই মোঃ শফিকুল ইসলাম আকন্দ, এস.আই মোঃ জামান হোসেন, এস.আই মোঃ ইসমাইল হোসেন, এস.আই মিন্টু কুমার, এস.আই মোঃ হাবিজ উদ্দিন, এস.আই মোঃ নূরে আলম এস.আই মোঃ নাজমুল্লাহ, এ.এস.আই মোঃ হেলাল উদ্দিন, এ.এস.আই মোঃ রতন মিয়া, এ.এস.আই মোঃ সোহেল আহাম্মদ, এ.এস.আই অবিনাশ চন্দ্ররায় সহ থানার সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগন পৃথক অপরাধদমন অভিযান চালিয়ে গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন অপরাধের দায়ে মোট ১শ ৭২ ব্যাক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় ২৭জন ডি.এম.পি আইনে ৮৭ জন ও বাকীদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়। অপরদিকে এ সময়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে মোট ৭শ ৫৫টি ইয়াবা, ১ কেজি ৩শ ৫০ গ্রাম গাজা, ২০ গ্রাম হেরোইন ও ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে বলে থানায় কর্তব্যরত সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় একাধিক স্বর্নপদক পুরস্কার প্রাপ্ত কবি ও কলামিস্ট, সমাধান টিভি ডটকম এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ লুৎফর রহমান (খাজা শাহ) কে এক সাক্ষাতে জানান।
Related Articles
গৃহবধূ রেশমা হত্যাকারীদের ফাঁসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
মোঃ নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাসে গৃহবধূ রেশমা হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার সকালে মুরাদনগর উপজেলার পালাসুতা জাহাঙ্গীর মার্কেট এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। নিহত গৃহবধূ রেশমা মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামের প্রবাসী দেলোয়ার হোসেনের […]
ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক
মোঃশাহনুর,ভৈরব প্রতিনিধি: ভৈরবে ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। গতকাল মধ্যরাতে শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো , বিজয় (২২), শফিকুল ইসলাম ওরফে টাইগার (২২), আশিক (১৯), জাকারিয়া (১৯) ও আব্দুল্লাহ ওরফে জয়। ভৈরব থানার অফিসারইচার্জ মোঃ শাহিন বলেন, ডাকাতি করার উদ্দ্যেশ্যে কিছু লোক একটি বাড়িতে অবস্থঅন […]
ভৈরবে ভরণপোষণ চাওয়ায় স্ত্রী কে প্রাণে মেরে ফেলার হুমকি দিলেন স্বামী
তানজিল সরকার, ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি: “শালীর বেটি আর কোনোদিন টাকা চাইতে আসিলে তোকে খুন করিয়া ফেলিব” ১লা নভেম্বর রোজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই কথা বলে বাদী হেলেনা বেগম(৫৫), পিতা- মৃত মতি মিয়া, সাং- পলতাকান্দা মধ্যপাড়া, ভৈরব, কিশোরগঞ্জ তিনি বলেন। আমার স্বামী বিবাদী গোলাম মওলা (৪৫), পিতা -সুলাইমান সাং- পলতাকান্দা, থানা-ভৈরব,জেলা কিশোরগঞ্জ তার সাথে বিগত […]