আন্তর্জাতিক প্রবাস

ভয়াবহ দাবানলে জ্বলছে গ্রিস, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসে ভয়াবহ দাবানলে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। দাবানলে পুড়ে ছারখার হয়ে গেছে ঘরবাড়ি। এমন অবস্থায় আন্তর্জাতিক সহায়তা আহ্বান করেছে গ্রিস সরকার।

শত শত অগ্নিনির্বাপক কর্মী আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজধানী এথেন্সের কাছে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ১০ জন পর্যটকের খোঁজে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে। একটি স্থানে দাবানল ছড়িয়ে পড়লে ওই ১০ জন নৌকা নিয়ে পালিয়ে যান।

প্রধানমন্ত্রী আ্যালেক্সিস সিপরাস সাংবাদিকদের বলেছেন, ‘আগুন নিয়ন্ত্রণে মানবীয় যা করা দরকার তার সবই আমরা করব।’

অগ্নিনির্বাপক কর্তৃক ঘোষিত এই ‘খুবই কঠিন পরিস্থিতিতে’ কার্যক্রমে সমন্বয় করতে প্রধানমন্ত্রী সিপরাস বসনিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন।

এর আগে, মঙ্গলবার সকালে সরকারের মুখপাত্র দিমিত্রিস জানাকোপোলোস দাবানলে ২০ জন নিহতের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, অধিকাংশ ভিকটিম এথেন্স থেকে ৪০ কিমি উত্তর-পূর্বে মাতি সমুদ্র অবকাশযাপন কেন্দ্রে আটকা পড়ে নিহত হন।

দাবানলে আহত হয়েছেন কমপক্ষে ১০৪ জন। এদের মধ্যে ১৬ জন শিশু রয়েছে। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

তথ্য : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *