বিশেষ প্রতিবেদন

ভৈরব উপজেলা বিএমএসএফ’র পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধিঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ ভৈরব উপজেলা কমিটির পক্ষ হতে এ স্মারকলিপি প্রদান করেন । কেন্দ্রীয় কমিটির ঘোষণা মোতাবেক সারা দেশের ন্যায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শ্রীপুর উপজেলা কমিটির নেতৃবৃন্দ। এ সময় সাংবাদিক নেতারা বক্তব্যে বলেন, আজ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরেও তৎকালীন সাংবাদিকদের একান্ত তার মধ্যে রেখে আপামর জনতার তথ্য অধিকার সমুন্নত রেখে ছিলেন । বিভিন্ন উপজেলা থেকে তৃণমূল পর্যায়ে সাংবাদিকদের সমন্বয়ে গড়ে ওঠা বৃহত্তর সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ বিগত ১০ বছর ধরে সাংবাদিকতা পেশায় মান উন্নয়ন দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সব ধরনের বাধা হয়রানি নিপিরণ লাগবে সংবাদকর্মীদের পাশে দাঁড়ানোর সহ সাধ্য অনুযায়ী দায়িত্ব পালনের ক্ষেত্রে সবধরনের সংগঠনকে সহযোগিতা করে আসছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ) ভৈরব উপজেলা কমিটির পক্ষ থেকে সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়নে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় উদ্যোগ গ্রহনের নিমিত্তে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে মোঃ এনামুল ইসলাম খান ( সিএকাম ইউডিএ)ও ভৈরব উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোছা মনোয়ারা বেগম এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত থেকে স্বারক লিপি প্রদান করেন মোঃ ছাবির উদ্দিন রাজু সভাপতি বিএমএসএফ ভৈরব উপজেলা শাখা, সহসভাপতি মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ বিপুল রায়হান, মোঃ মমিনুল হক মুমিন প্রমূহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *