বিশেষ প্রতিবেদন

ভৈরবে লটারীর মাধ্যমে নির্বাচিত হলো ৮শ কৃষক

জয়নাল আবেদীন রিটন , বিশেষ প্রতিনিধি:

ভৈরবে বোরো মৌসুমে ৮শ ৬৮ জন কৃষকের তালিকা করে লটারীর মাধ্যমে নির্বাচন করা হয়েছে । উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে আজ সোমবার দুপুরে কৃষি কর্মকর্তা মোঃ আলম শরীফ খান,খাদ্য কর্মকর্তা সানজিদা খানম, খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান সার্জেন্ট অবঃ তাহের, ফারুক মিয়া , শেফায়েত উল্লাহ ও কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ মিজানুর রহমান, উপ-সহকারী কৃসি কর্মকর্তাদেও উপস্থিতিতে লটারীর মাধ্যমে ৮শ ৬৮ জন কৃষককে নির্বাচিত করা হয় ।উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান বোরা মৌসুমে সরকারের নির্দেশনায় এ বছর ভৈরবে প্রতিটি ইউনিয়নে কৃষি অফিসের মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা তৈরী করে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে । তাছাড়া প্রতিটি বøকে অতিরিক্ত আরো ১০ জন করে কৃষককে তালিকায় অন্তভ’ক্ত করা হয়েছে । যাতে কোন কৃষক কোন কারনে ধান দিতে না পারলে অতিরিক্ত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা যায় । তিনি আরো জানান, প্রতি কৃষকের কাছ থেকে ১ টন করে ২৬ টাকা কেজি এবং ১ হাজার ৪০ টাকা মণ দরে ৮শ ৬৮ মেঃ টন ধান ক্রয় করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *