মাদক অভিযান

ভৈরবে ২৩ লক্ষাধীক টাকার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব


জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি ॥
ভৈরবে ৫হাজার ৭শ ৮০পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানাধীন পূর্ব পাটুলি গ্রামের আঃ মজিদ এর ছেলে মেজবাহ উদ্দিন (৩০) ও পার্শ্ববর্তী গ্রামের মনু মিয়ার ছেলে মোঃ মোবারক হোসেন (৩০)।  আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব জানায়, কক্সবাজার থেকে একটি মাদক ব্যবসায়ীর চক্র ইয়াবার একটি চালান বাজিতপুরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র সহকারি পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে র‌্যাবের একটি চৌকিস আভিযানিক দল অভিযান চালিয়ে ভৈরব দুর্জয় মোড় এলাকা থেকে দ্জুনকে আটক করেন। পরে আটকৃত ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশি করে ৫হাজার ৭শ ৮০পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭শ ৮০টাকা জব্দ করেন র‌্যাব সদস্যরা। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২৩লক্ষাধীক টাকা।

এবিষয়ে আটকৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *