সমাধান ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবের পঞ্চবটি এলাকার মাদক সম্রাট আমানত উল্লাহ ও মাদক সম্রাজ্ঞী চায়না’র বিরুদ্ধে ভৈরব থানায় ছিনতাইয়ের অভিযোগ। আমানত উল্লাহ ও চায়না দীর্ঘ দিন যাবৎ ইয়াবা ও হিরোইনসহ বিভিন্ন মাদক ব্যাবসা করে আসছিল। তারা বসবাস করে পঞ্চবটি জনাব আলী প্রাইমারি স্কুলের পিছনে। মাদক ব্যবসার কারেনে নানা প্রকার খাবাপ মানুষ স্কুলে রাস্তা ও আশে পাশে চলাফেরার কারেনে স্কুলের ছাত্র/ছাত্রীদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মাদকরে বিরুদ্ধে এলাকাবাসী প্রতিবাদ করলে, মাদক ব্যবসায়ীরা ক্ষেপে গিয়ে দেখে নিবে বলে হুমকি দেয়। এরই জের ধরে গত ২৯শে সেপ্টেম্বর প্রতিবাদকারী এলাকাবাসীর মধ্যে দু্ইজন মোস্তফা কামাল ও বাবু এলাকা থেকে ভৈরব বাজারে যাওয়ার সময় মাদক সম্রাজ্ঞী চায়না মোবাইল ফোনে ইনফরমেশন দিয়ে দেয় মাদক সম্রাট আমানত উল্লাহকে। তারা দুইজন ভৈরব বাজারের রাণী বাজারস্থ এলাকায় পৌছলে উৎ পেতে থাকা মাদক সম্রাট আমানত উল্লাহ ও তার সঙ্গীরা মোস্তফা কামাল ও বাবুর উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আক্রমন করে। তাদের এলোপাতাড়ি কুপিয়ে ও বাড়ি মেরে আঘাত করে এবং তাদের সাথে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। মোস্তফা কামাল ও বাবু’র মামাতো ভাই মনিরুজ্জামান মনির তার মুদির দোকারেন মালামাল আনার জন্য মটর সাইকেলে যাচ্ছিল। এমন সময় ঘটনাস্থলে পৌছলে সে দেখতে পাই তার মামাতো ভাইদের মারধর করছে। সে বাধা দিলে মাদক সম্রাট আমানত উল্লাহ তাকেও রাম দা দিয়ে আমার হাতে কোপ মারে এবং অন্যান্যরা রড় ও লাঠি দিয়ে এলোপাতাড়ি বাইড়িয়ে মারত্বক জখম করে। এমতাবস্থায় আমি অজ্ঞান হয়ে পড়লে মাদক সম্রাট আমানত উল্লাহ তার পকেট থেকে ২৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা লোকজন তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা হাসপাতালে নিয়ে যায়।
এব্যাপারে মনিরুজ্জামান মনির বাদী হয়ে ভৈরব থানায় একটি অভিযোগ দায়ের করেন।