দেশজুড়ে

মুরাদনগরে কৃষকদের সাথে পল্লী বিদ্যুৎ সমিতির মতবিনিময়

মোঃ নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প বাস্তবায়নের জন্য কৃষকদের সাথে পল্লী বিদ্যুৎ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ মুরাদনগর সাব জোনাল অফিসের আয়োজনে তিনটি ভিন্ন স্থান সকালে উপজেলা সদরের নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে, বিকালে ধামঘর ইউনিয়ন পরিষদে এবং সন্ধ্যায় দারোরা দীনেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মুরাদনগর সাব জোনাল অফিসের এজিএম এল.এস হেলাল খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পল্লী বিদ্যুত সমিতির নির্বাহী প্রকোশলী আঃ মজিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মকবুল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর সাব জোনাল অফিসের এজিএম ফরিদ উদ্দিন মুরাদনগর সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেনে, ধামঘর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম, দারোরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান, মুরাদনগর সাব জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার আলহাজ উদ্দিন, নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, পাওয়ার ইউজ কো অর্ডিনেটর আজিজুল হক, ধামঘর ইউপি সদস্য মোস্তাক আহমেদসহ এলাকার কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তারা বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশক্রমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) জিওবি, বাপবিবো ও এডিবি অর্থায়নে কৃষক ভাইদের সার্বিক উন্নয়নের কথা বিবেচনা করে কৃষকদের মাঝে সৌর বিদ্যুৎ চালিত পাম্পিং সিস্টেমের বিস্তারের জন্য বিশেষ অনুদান দিয়ে অত্যন্ত কম মূল্যে সৌর বিদ্যুৎ চালিত পাম্প বিক্রয়ের প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের অধীনে ২১ টি জেলার ৩২ টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকার পাঁচটি ক্যাটাগরির (৩-১৫ অশ্ব শক্তি) ২০০০ সৌর বিদ্যুৎ চালিত অগভীর সেচ পাম্প স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্পের বিভিন্ন সুযোগ সুবিধার দিকগুলোও কৃষকদের মাঝে তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *