অপরাধ

ভৈরবে বিপুল পরিমান ভারতীয় শাড়ি ও ব্যাথানাশক ট্যাবলেটসহ আটক ১

ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ ছাবির উদ্দিন রাজু: কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে ৯৭ টি ভারতীয় শাড়ি, ৫,০২,০০০ টি ব্যাথানাশক ট্যাবলেট ও ০১ টি পিকআপসহ ০১ জন চোরাচালান কারবারীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প । ০৮ অক্টোবর ২০২১ ইং তারিখ রাত আনুমানিক ০৪.০০ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প,কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন দূর্জয়মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালান কারবারী ১। মোঃ নাজিম মিয়া(২৬), কে গ্রেফতার করা হয়। এসময় ধৃত আসামীর নিকট হতে ৯৭ টি ভারতীয় শাড়ি, ৫,০২,০০০ টি ব্যাথানাশক ট্যাবলেট ও ০১ টি পিকআপ উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় শাড়ির মূল্য অনুমান-৪,০০,০০০/- টাকা, ভারতীয় ঔষধের মূল্য অনুমান-২৫,১০,০০০/- টাকা। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে শাড়ি ও ঔষধ দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে বলে ধৃত আসামী স্বীকার করে। উদ্ধারকৃত চোরা চালানকৃত মালামল এবং গ্রেফতারকৃত আসামীর বিশেষ ক্ষমতা আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *