দেশজুড়ে

ভৈরবে বিভিন্ন অনিয়মে হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারকে সতর্ক

সমাধান ডেস্ক: ভৈরবে বিভিন্ন অনিয়মে ১০টি হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারকে সতর্ক করেছে স্বাস্থ্য বিভাগ । আজ রোববার দুপুর ২ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা অভিযান পরিচালনা করেস্বাস্থ্য বিভাগ । অভিযানে নিবন্ধনকৃত ১০টি হাসপাতাল ও ডায়াগনষ্টিকের নিবন্ধন নবায়ন, ট্রেড লাইসেন্স, প্রয়োজনীয় ডিপ্লোমাধারী নার্স না থাকাসহ নানা অনিয়ম ও অসংগতি পায় স্বাস্থ্য বিভাগ । এরমধ্যে পদ্মা জেনারেল হাসপাতাল,মেডিল্যাব,ইউনাইটেড,মাতৃকা ও হলিটাচ সহ ৫টি হাসপাতাল ও ডায়াগনষ্টিক প্রাইভেট হাসপাতালের নানা অনিয়ম থাকায় তাদেরকে সতর্ক করে সময় বেধেঁ দিয়েছে স্বাস্থ্র বিভাগের মেডিক্যাল টিম । তবে নির্ধারিত সময়ের মধ্যে নাবয়ন সহ অনিয়ম সংশোধন করতে না পারলে পরবর্তীতে এসব হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান মেডিক্যাল টিমের প্রধান জেলা সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম । এ সময় অভিযানে সাথে ছিলেন উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ বুলবুল আহমদ,এনডিসি ডাঃ জহির উদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা,কর্মচারীরা ।

সিংহঃ এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে অনিবন্ধিত ও নানা অনিয়মের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং ভৈরবে ১০টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিকের বিরুদ্ধে অভিযানে নানা অনিয়ম পাওয়া যাওয়ায় এসব হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারকে সময় বেধেঁ দেয়া হবে । এ সময়ের মধ্যে তাদেও প্রয়োজনীয় কাগজপত্রসহ অনিয়ম সংশোধধিত না হলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবসস্থা নেয়া হবে । তাছাড়া পর্যায়ক্রমে সবগুলো হাসপাতাল ও ডায়াগনষ্টিকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *