রাজনীতি

ভৈরবে বাড়ী বাড়ী গিয়ে ৮ শ খেটে খাত্তয়া মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে ওয়ার্ড কাউন্সিলর

জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে ৮নং ওয়ার্ডে প্রতিটি খেটে খাত্তয়া মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে কাউন্সিলর হাবিবুল্লাহ নিয়াজ। সন্ধা থেকে শুরু করে ঙযফঠ রাত পর্যন্ত সে প্রতিটি বাড়ীতে গিয়ে নিজে এ খাদ্য সামগ্রী পৌছে দেন।এতে খুরই খুশি এলাকার হত দরিদ ্রমানুষ। তার পূর্বে বিকাল ৪টায় পৌর সভাঠ মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাস তার এ কার্যক্রমের আনুষ্টানিক উদ্ভোধন করে মেয়র তার এ মহতী কাজের ভ‚য়সী প্রসংসা করেন। এবং পৌরসভা কতৃক অচিরেই বারটি ওয়ার্ডে এ ধরনের কার্যক্রম গ্রহনের আশাবাদ ব্যক্ত করেন।
জানাযায় দেশে করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকার দেশব্যাপী ১০ দিনের লকডাউন ঘোষনা করেন। এবং জনগন কে ঘরে থাকার পরামর্শ দেন। এমন পরিস্থিতিতে খেটে খাত্তয়া হাজার হাজার মানুষ কর্মক্ষিন হয়ে পড়ে। এ রকম পরিস্থিতিতে ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহ নিয়াজ এগিয়ে আসেন হত দরিদ্রদের পাশে। সম্পূর্ন ব্যাক্তি উদ্যোগে ৮শ মানুষের জন্য ৫ কেজী চাউল,১ কেজী আটা,১কেজি আলো ১এজি করে পিয়াজ ও ডাল বরাদ্দ করে প্রতি ঘরে ঘরে রাতের আধারে পৌছে দেন। এ সময় সে প্রতি ওয়ার্ডের কাউন্সিলরদের দরিদ্র মানুষের পাশে দাড়ানোর জন্য আহব্বান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *