অপরাধ

ভৈরবে বাড়ী দখলের ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত: ৫ টি দোকান ঘর পুড়ে ছাইঁ

মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ১২ জানুয়ারী, ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়। সংঘর্ষের সময় প্রতিপক্ষরা ৫ টি ভাঙ্গারীর দোকানে আগুন লাগিয়ে দিলে দোকানগুলি পুড়ে ছাঁই হয়ে যায় এবং কয়েকটি দোকান কুবায়,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। ঘটনাটি ঘটে আজ বুধবার বিকেল ৫ টার দিকে শহরের ভৈরবপুর মনামারা সেতু সংলগ্ন এলাকায়।পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, একজনের বাড়ীতে কিছু লোক বাড়ী দখলের সাইন বোর্ড লাগানোর ঘটনাকে কেন্দ্র করে ভৈরবপুর উত্তরপাড়া এলাকার ছাবের আলী হাজির বাড়ী কতিপয় ছেলেরা ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার কসাই হাটি বাড়ীর লোকজনের সাথে ঝগড়ায় মেতে উঠে। পরে ঘটনাটি সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষের সময় উভয়পক্ষ লাঠিসোডা, দেশীয় অস্ত্র ও রেললাইনের কয়েক টন পাথর ব্যবহার করে। এসময় উভয়পক্ষের ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। আহত ব্যক্তি ও স্থানীয় সূত্রে জানাযায় একজনের বাড়ীতে কয়েকজন মিলে বিক্রির জন্য সাইনবোর্ড লাগানোর প্রতিবাদ করায় এই ঘটনা ঘটে।ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ গোলাম মোস্তফা ( পিপিএম) জানান, বাড়ী দখলের ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। এসময় কয়েকটি দোকানঘরে আগুন লাগালে ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয় বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *