মোঃ ছাবির উদ্দিন রাজু, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের দিনব্যাপী ন্যাশনাল পোর্টাল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ শামিম আলমের সভাপতিত্বে সোমবার সকালে সম্মেলন কক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যোগ দেন অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক এটুআই ডঃ মো. আব্দুল মান্নান (পিএএ)।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানাসহ সরকারি বিভিন্ন কার্যালয়ের কর্মরত ৩০ জন কর্মকর্তা অংশ নেন। ভৈরব উপজেলার ন্যাশনাল পোর্টালের মাধ্যমে জনগণ বিশ্বের যে কোন প্রান্ত থেকে জনগণ যাতে সেবা পেতে পারে সে ধরনের তথ্য বাতায়ন থাকবে এবং জনগণ এ পোর্টালে প্রবেশ করে সরকারি অফিসের মাধ্যমে দ্রুত সেবা নিতে পারবে।
ডিজিটাল বাংলাদেশ গঠনে এই প্রশিক্ষণ সকল সরকারী সেক্টরে জরুরী প্রয়োজন হয়ে পড়েছে এখন।পরিপূর্ণ প্রশিক্ষণ না পেলে নাগরিক সেবা বেহত হবে বলে আইটিবিদ ধারণা করছেন।