জাতীয় বাংলাদেশ

ভৈরবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

মোঃ শাহনুর, ভৈরব প্রতিনিধি: আজ শনিবার সকালে ভৈরবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ভৈরব পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফখরুল আলম আক্কাছ ভৈরব পৌরসভার পৌর মাতৃসদনে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: জালাল উদ্দিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আজ ভৈরবের একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ২৪৩টি কেন্দ্রের মাধ্যমে মোট ৫১ হাজার ১৯৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৫ হাজার ৭৮৩জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৪৫ হাজার ৪১৬ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *