জয়নাল আবেদীন রিটন, বিশষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক কিতরন করা হয়। আজ সোমবার সকাল সাড়ে এগারটার সময় উপজেলা সন্মেলন কক্ষে বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষকদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। এ সময় বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাহে রমজান উপলক্ষে কওমি মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য ছাত্র সংখ্যার ভিত্তিতে দশ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা করে চল্লিশটি মাদ্রাাসায় পাচঁ লক্ষ দশ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রেরণ করেছে ভৈরব উপজেলায়। যা আজকে এ অনুষ্টানের মধ্য দিয়ে সকলের মাঝে বিতরণ করা হচ্ছে।