অপরাধ ঈদুল ফিতর ২০১৮

ভৈরবে ঈদকে পুঁজি করে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে হরদম ছিনতাইয়ের অভিযোগ! দেখার কেউ নেউ!!!

মোশারফ হোসেন শ্যামলঃ 
ভৈরবে ঈদকে পুঁজি করে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে হরদম ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। ভৈরব কিশোরগঞ্জ মহাসড়কে গাজীরটেক নামক স্থানে প্রায়ই ছিনতাই-ডাকাতি হয় বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৬মে রোজ শনিবার  কালিকাপ্রসাদ চকবাজার এলাকার পাদুকা ব্যবসায়ি রাশিদ মিয়া প্রতিদিনের ন্যয় ভৈরব পাদুকা মার্কেটে মাল বিক্রি করে বাড়ি ফেরার উদ্দেশ্যে একটি অটোরিক্সায় উঠেন। অটোরিক্সাটি ৯:৩০ ঘটিকায় গাজীরটেক ব্রিজের কাছে পৌঁছার পরই চালক তার অটোরিক্সাটি ঘুরিয়ে কালিকাপ্রসাদ অভিমুখে না এসে ভৈরব অভিমুখি করে। তখন যাত্রী বেশে থাকা ছিনতাইকারীরা রাশিদ মিয়ার কাছ থেকে মাল বিক্রির নগদ সাড়ে দশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গাড়ী হতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কালিকাপ্রসাদ চক বাজারের আরও এক পাদুকা ব্যবসায়ী মন্টু মিয়া  গত ৩জুন তারিখ রোজ রবিবার এক কার্টুন জুতা নিয়ে যাচ্ছিল সিলেট পাঠানোর উদ্দেশ্যে। রাত ১০ ঘটিকার সময় গাজীর টেক ব্রিজের কাছে পৌঁছলে দেশীয় অস্ত্রের মুখে ডাকাতরা কার্টুন ভর্তি মাল লুট করে নিয়ে যায়। পাদুকা ব্যবসায়িরা পুলিশি টহল জোরদার করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে।

এদিকে গত ২৪মে রোজ বৃহস্পতিবার ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক ও জাতীয় সাপ্তাহিক খোলাসা কথার ব্যবস্থাপনা সম্পাদক তার ব্যবসাস্থল কমলপুর হাজী লালু কালু মার্কেট হইতে তার বাসার উদ্দেশ্যে রওনা হলে কিশোরগঞ্জ মহাসড়কে যাত্রীদের ছদ্মবেশে ৩জন ছিনতাইকারীর দল একটি অটোরিক্সা নিয়ে লালুকালু মার্কেটের সম্মুখে বসে থাকে। নিজামউদ্দিন উক্ত অটোতে উঠলে অটো ছেড়ে যায়। শম্ভুপুর কবরস্থানে ও শম্ভুপুর রেল ক্রসিং এর মাঝামাঝি স্থানে পৌঁছলে ছিনতাইকারি দল নিজাম উদ্দিনের উপর দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয়। নিজাম উদ্দিন সরকারের ডাক চিৎকারে আশেপাশের লোকজন আসতে থাকলে, ছিনতাইকারীরা তার সাথে থাকা কিছু টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় এবং দস্তাদস্তির সময় নিজাম উদ্দিনের কিছু টাকা রাস্তার পাশে পড়ে যায়। এ ব্যপারে নিজাম উদ্দিন সরকারের সাথে কথা বললে, তিনি এই ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ ব্যপারে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তার ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *