জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবের দড়িচন্ডিবেড় এলাকায় ইজি বাইকের ধাক্কায় তামিম (৮) নামের দ্বিতীয় শ্রণীর শিক্ষার্থী গুরুতর আহত। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে শহরের দড়িচন্ডিবেড় গ্রামের হবিব মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায় দুপুর আনুমানিক বারটার দিকে শহরের দড়িচন্ডিবেড় হাজী হোসেন আলী প্রাথমিকবিদ্যালয়ে সামনে ক্লাশ থেকে বেড় হয়ে রাস্তা পার হত্তয়ার সময় বেপোরোয়া গতির ইজিবাইক তাকে ধাক্কা দেয়। ইজিবাইকের ধাক্কায় শিশুটির মাথায় বড় ধরনের আঘাত সহ তার ডান পা ভেঙে যায়। এসময় চালক ইজিবাইক ফেলে পালিয়ে যায়। এলাকাবাসী আহত শিশুটিকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ দিয়ে ঢাকায় পাঠিয়ে দেয়।
উপজেউপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দেবারতি দাস বলেন শিশুটির মাথার আঘাত গুরুতর এবং তার ডান পা ত্ত মারাত্বক ভাবে ভেঙেছে এমতাবস্থায় তাকে এখানে চিকিৎসা দেওয়া সম্ভব না হত্তয়ায় তাকে প্রয়োজনীয় সেবা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। শিশুটির অবস্থা আশংকা জনক।