রাজনীতি

ভৈরবে র‍্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

জয়নাল আবেদীন রিটন,  বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে চন্ডিবের ও মুসলিম মোড় এলাকা হতে মাদক সেবনে এবং জুয়া খেলার অপরাধে ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‍্যাবের ভ্রাম্যমান আদালত
র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন চন্ডিবের সরকারী হাসপাতালের পশ্চিম পাশের্ব এবং মুসলিম মোড় এলাকায় কতিপয় মদক সেবনকারী মদকদ্রব্য সেবন করছে এবং জুয়া খেলছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং কিশোরগঞ্জ জেলা ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লবনা ফারজানা’দ্বয়ের নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার রাতে ভৈরব থানাধীন চন্ডিবের সরকারী হাসপাতালে অভিযান পরিচালনা করে ভৈরবপুর গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে দুলাল মিয়া, মৃত গেদু মিয়ার ছেলে আক্কাছ মিয়া, মৃত মতি মিয়ার ছেলে হানিফ মিয়া, কালিপুর গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে সুমন, চন্ডিবের গ্রামের মৃত ছেগার আলীর ছেলে স্বাধীন মিয়া, কমলপুর গ্রামের মৃত তাহের মিয়ার ছেলে স্বপন মিয়াদেরকে মাদক সেবনের অপরাধে ১নং হতে ৩নং আসামীকে ৪ মাস করে বিনাশ্রম কারাদন্ড, ৪নং হতে ৬নং আসামীকে ০৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেক আসামীকে ২০০ টাকা করে জরিমানা করেন। পরে মুসলিমের মোড় এলাকায় অভিযান চালিয়ে কমলপুর এলাকার মৃত কাদের মিয়ার ছেলে সাজিদ, পানাউল্লাহর চর এলাকার মৃত মজিদ মিয়ার ছেলে আলকাছ মিয়া, কমলপুর এলাকার মৃত চান মিয়ার ছেলে আলাল মিয়া, মৃত মনোয়ার আলীর ছেলে ফারুক মিয়া ও মৃত জব্বার মিয়ার ছেলে ইব্রাহিম মিয়াদেরকে জুয়া খেলার অপরাধে গ্রেফতার করা হয়। ৭নং হতে ১০নং আসামীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং  ১১নং আসামীকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *