জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরব থানার এক উপ-পরিদর্শক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার দুই দিন পর আরো একজন ২৭ বছর বয়সী ব্যক্তি করোনায় আক্রান্ত হবার খবর পাত্তয়া গেছে। খবরটি নিশ্চিত করেছেন করোনা সংক্রমন প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাক্তার বুলবুল আহম্মদ। সে করোনা আক্রান্ত পুলিশ সদস্যের সংস্পর্শে ছিল বলে হোমকোয়ারাইন্টোইনে ছিলেন। গতকাল সন্দেহ ভাজন ৭ জনের নমুনা আইইডিসিআরে পাঠানা হলে আজ সন্ধায় রিপোর্টটি হাতে পায় করোনা সংক্রমন কমিটি । তাদের মধ্য একজনের পজিটিভ ( করোনা আক্রান্ত) বাকী ৬ জনের রিপোর্ট নেগেটিভ আসে। আক্রান্ত ব্যক্তি যাদের সাথে মেলামেশা করেছে তাদর থোঁজ নেয়া হচ্ছে এবং যেখানে যেখানে গেছে সে যায়গাগুলো চিহ্নিত করে ঐ সকল এলঅকাগুলো লকডাউন করা হবে জানিয়েছেন করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাক্তার বুলবুল আহম্মদ।
করোনার উপসর্গের কারণে ভৈরব থানার ওই পুলিশ সদস্যের অক্রান্ত হত্তয়ার ঘটনায় সে যে এলাকায় ভাড়া থাকতেন ওই ভবনের সবাই সহ ৫ জন চিকিৎসক ও ৬৯ জন পুলিশ সহ কোয়ারাইন্টাইনে আছেন। তাদের মধ্য থেকেই আক্রান্তের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।