ফুটবল ভৈরব

ভৈরবে আইভি রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন

মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জরে ভৈরবে আইভি রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ নভেম্বর) বিকেল ৩ টায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্ধোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্ধোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। ৯০ মিনিট খেলায় গোল শূন্য থাকায় ট্রাইব্রেকারে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয় পেয়েছে বি বাড়ীয়া প্রভাতী সংঘ ফুটবল একাদশ। এসময় ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ, ভৈরব থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ শাহিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি এস,এম,বাকি বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাকির হোসেন কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক প্রমূখ। এ ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ। এসময় বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতে সবাই মিলে ফুটবল কে আরও সামনে এগিয়ে নিতে আইভি রহমান টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ সময় ষ্টেডিয়ামে ফুটবল প্রেমী শত শত দর্শকের উপস্থিতি ছিলো। আগামী ২৯ নভেম্বর লাগাতার চলবে ১ম রাউন্ডের খেলা। ভৈরবসহ আশেপাশের জেলার ১৬ টি দল অংশগ্রহণ করবে। নক আউট সিস্টেম টুর্নামেন্টটি পরিচালিত হবে। উদ্ধোধনী ম্যাচে ট্রাইব্রেকারে ২ -৪ গোলের ব্যবধানে আইভি রহমান স্মৃতি সংসদ ফুটবল একাদশকে হাড়িয়ে জয়লাভ করে বি বাড়ীয়া প্রভাতী সংঘ ফুটবল একাদশ। এসময় মেন অব দ্য ম্যাচে বি বাড়ীয়া প্রভাতী সংঘ গোলরক্ষক ইকবালকে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *