জাতীয়

ভৈরবে চকলেটের লোভ দেখিয়ে নয় বছরের শিশুর শ্লীলতাহানির অভিযোগ


২৯ অক্টোবর, সমাধান ডেস্ক:

কিশোরগঞ্জের ভৈরবের পঞ্চবটি এলাকায় চকলেটের লোভ দেখিয়ে নয় বছরের এক শিশু (মেয়ে) শ্লীলতাহানি ঘটানোর অভিযোগ উঠেছে জয়নউদ্দিন নামের(৫৫) বছর বয়সের এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় ভিকটিম শিশুর মা নাছিমা বেগম বাদী হয়ে ভৈরব থানায় একটি অভিযোগ দায়ের করেন । ঘটনার পর পর পুলিশী তদন্তে নামে । তদন্তে সত্যতা পাত্তয়ায় আজ বৃহস্পপতিবার বিকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জয়ন উদ্দিন কে অভিযুক্ত করে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত জয়নুদ্দিন পৌর শহরের পঞ্চবটি বউ বাজার এলাকার মৃত নাগর আলী মেস্তুরীর ( মহিউদ্দিন ) ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন।

পরিবারের সদস্য ও পুলিশ জানায়, শিশুটির বাবা নেই। কয়েক বছর আগে শিশুটির বাবা মারা গেছে। মায়ের কাছে শিশুটি বড় হচ্ছে। জয়ন উদ্দিন শিশুটির প্রতিবেশী। শিশুটি জয়ন উদ্দিনকে দাদা বলে ডাকতো। প্রতিবেশী হিসেবে শিশুটির ঘরে জয়ন উদ্দিনের আসা যাওয়া ছিল প্রায়ই। সে সুবাদে সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে জয়ন উদ্দিন শিশুটির ঘরে যায়। প্রতিদিনের ন্যায় জীবিকার তাগিদে শিশুটির মা পুরাতন লোহলক্কর (ভাঙ্গারী) টুকাতে বাড়ীর বাহিরে যায়। ঐদিন সকালে ঘরে ছিল শিশুটির নানি আয়েশা খাতুন। ঘটনার পূর্বে দোকান থেকে পণ্য কিনতে কৌশলে জয়নুদ্দিন নানি কে ঘর থেকে বেড় করে দেকানে পাঠিয়ে দেয়। এই সুযোগে জয়ন উদ্দিন শিশুটির হাতে দশ টাকা তুলে দেন। এই টাকা দিয়ে চকলেট কিনে খেতে বলেন। এরপর দরজা আটকে দিয়ে শিশুটিকে ঝাপটে ধরে এবং শিশুটর স্পর্শ কাতর স্থানে হাতদিয়ে ¯øীলতাহানি ঘটায়। শিশুটির চিৎকারে এক প্রতিবেশী এগিয়ে আসলে জয়ন উদ্দিন তখন ঘর থেকে বেরিয়ে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *