দেশজুড়ে

নরসিংদীর রায়পুরায় স্বাধীনতা দিবসে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা  থমথমে অবস্থা

নরসিংদী থেকে ফিরে রফিকুল ইসলাম রুবেলঃ নরসিংদীর রায়পুরা
মহেশখালী ইউনিয়নের থানাকান্দি গ্রামে মহান স্বাধীনতা দিবসে
ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসি ।
বর্তমানে এলাকায় আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে । যে কোন সময়
রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে ধারণা স্থানীয়দের ।
আগামীকাল ২৬ শে মার্চ সারাদেশে মহান স্বাধীনতা দিবস পালিত
হবে । কিন্ত ২৬ শে মার্চ থানাকান্দি গ্রামে একটি মহল দিনব্যাপী
ওয়াজ মাহফিলের আয়োজন করায় এক ধরনের ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে
স্থানীয়দের মাঝে ।

তবে জেলা প্রশাসন বলছে ওয়াজ মাহফিলের কোন অনুমতি নেয়নি ।
তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে । স্থানীয়রা জানান, সম্প্রতি
থানাকান্দি গ্রামে তাকওয়া তালবিয়া নামে নব নির্মিত মসজিদে
আহলে হাদিস পন্থীরা ওই মসজিদে সৌদি আরবের সাথে মিল রেখে
ধর্মীয় প্রার্থনাসহ ইবাদত বন্দেগী পালন করেন । কিন্ত গ্রামের অপর
একটি পক্ষ জোর করে কৌশলে তাদের মসজিদ দখল করে তারা তাদের নিযুক্ত
খতিব (ঈমাম ) নিয়োগ দিয়ে নামাজ পড়ায় । এতে উভয় পক্ষের মধ্যে
মতানৈক্য দেখা দিলে যুব উলামা পরিষদের শিবির ,স্থানীয় ইউপি পরিষদের
মেম্বার মেনু মিয়া ও হাবিবুর রহমানের নেতৃত্বে স্থানীয়রা মসজিদের
সাইনবোর্ড ভাংচুর করে মসজিদের কিতাব ও সিসি ক্যামেরা
ছিনিয়ে নিয়ে মসজিদে তালা ঝুলিয়ে দেয়।

এতে গ্রামের একাংশের
মুসল্লিরা ধর্মীয় ইবাদত প্রার্থনা থেকে বঞ্চিত হয় । পরে ১ সপ্তাহ পরে
এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গের মাধ্যমে মসজিদের তালা খুলে দেয়া হয় ।
বর্তমানে মসজিদের সামনে আগামীকাল ওয়াজ মাহফিলের আয়োজন
করায় আাবারো মসজিদে হামলা ও ভাংচুরসহ সংঘর্ষের আশঙ্কা
এলাকাবাসিদের ।
এ বিষয়ে তাকওয়া তালবিয়া মসজিদের খতিব হাফেজ তোফাজ্জল
হোসেন জানান, ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে ফের মসজিদে হামলা
চালিয়ে ভাংচুরসহ সংঘর্ষের আশঙ্কায় আমরা আতঙ্কে আছি ।
মসজিদের কোষাধ্যক্ষ মামুন মিয়া জানান, আমরা আমাদের মসজিদে
সৌদি আরবের সাথে মিল রেখে নামাজ আদায় করি । তাতে তাদের
সমস্যা কি । তিনি অভিযোগ করে আরো বলেন ইউপি পরিষদের মেম্বার
মেনু মিয়া ও হাবিবুর রহমান ও যুব ওলামা পরিষদের সভাপতি শিবিরের
নেতৃত্বে স্থানীয়রা মসজিদের সাইনবোর্ড ভাংচুর করে মসজিদের
কিতাব ও সিসি ক্যামেরা ছিনিয়ে নিয়ে মসজিদে তালা ঝুলিয়ে দেয়
। আবারো তারা ওয়াজ মাহফিলের নামে মসজিদে হামলাসহ সংঘর্ষ
চালাতে পারে । তাই আমরা প্রশাসনের নজরদারি ও নিরাপত্তা চাই ।
একই অভিযোগ করেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আশরাফ
উদ্দিন আসাদ ।
এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার মেনু মিয়া ও হাবিবুর রহমান
মসজিদে তালা দেয়ার কথা স্বীকার করে বলেন, এলাকায় ২টি পক্ষ হওয়ায়
মসজিদে তালা দেয়া হয়েছে এবং কিতাব সরিয়ে ফেলা হয়েছে । তবে
ধর্মীয় ফ্যাৎনা দূর করার জন্য কাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে
। তাদেরকে ওয়াজের মাধ্যমে বুঝিয়ে সঠিক পথে আনার জন্য । এখানে
কোন প্রকার সংঘর্ষের ঘটনা ঘটার সম্ভাবনা নেই । কারন ইসলাম
শান্তির ধর্ম । আমরা চাই সবাই সঠিক পথে শান্তির পথে আসুক ।
এ বিষয়ে নরসিংদী জেলা প্রশাসক আবু নাইম মোঃ মারুফ খান
জানান, ওয়াজ মাহফিল পড়ানোর জন্য কোন অনুমতি নেয়নি । এ বিষয়ে
প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *