Featured অপরাধ

চক বাজারে পৃথক ৩ অভিযানে ৫০ লক্ষাধিক টাকার চিনি ও গাঁজা সহ ৮ জন গ্রেফতার

 

বিশেষ প্রতিনিধি:  ডিএমপি চক বাজার থানার অফিসার ইনচার্জ কাজী শাহীদুজ্জামান এর নেতৃত্বে এসআই মোঃ মামুন হোসেন, এসআই মোঃ সোহাগ মাতুব্বর ও এএসআই মোঃ ইন্দাজুল ইসলাম থানাধীন গুলবদন সুপার মার্কেটের সামনে থেকে ১ম অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় চিনি আনিয়া বিক্রয়ের উদ্দেশ্যে গুদামজাত করে নিজ দখলে রাখার অপরাধে ৩শ ৯৫ বস্তা, (১৯ হাজার ৮শ ৫০ কেজি)মূল্য ২৫ লখ ৬৭ হাজার ৫শ টাকার ভারতীয় চিনি সহ মোঃ সাহেব আলী (২৫), মোঃ শিমুল (২৩),
মোঃ হুমায়ুন (৩০), মোঃ জয়নাল আবেদীন (৫৫) ও মোঃ রাজিব (৩২) কে গ্রেফতার করেছে। এব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় মামলা নং- ১৩, তাং-১৩/০৩/২০২৪ ইং দায়ের করা হয়েছে। ২য় অভিযানে এসআই মামুন হোসেন, এসআই সোহাগ মাতুব্বর ও ইন্দাজুল ইসলাম থানাধীন ২ নং মৌলভীবাজারস্থ ইউনুস মার্কেটের হাজী ফজলুর রহমানের গোডাউন থেকে ৩শ ৭৫ বস্তা (১৮ হাজার ৭শ ৫০
কেজি) ভারতীয় চিনি মূল্য ২৪ লাখ ৩৭ হাজার ৫শ টাকার ভারতীয় চিনি উদ্ধার করে ভারতীয় চিনি সহ মোঃ কাউছার (৩০) কে গ্রেফতার করেছে। এব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় মামলা নং- ১৪, তাং-১৩/০৩/২০২৪ ইং দায়ের করা হয়েছে। এসআই আহাম্মদ আলী মামলাটির তদন্ত করছেন বলে কর্তব্যরত সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক লেখক ও সিনিয়র সাংবাদিক মোঃ লুৎফর রহমান (খাজা
শাহ্ধসঢ়;) কে এক সাক্ষাতে জানান।এ অভিযানের সময় অপর আসামী থানাধীন গুলজার সুপার মার্কেটের ৫৪ নং দোকানের মালিক হাজী ফজলুর রহমান পালিয়ে যায় বলে মামলা সূত্রে জানা যায়। ৩য় অভিযানে চক বাজার মডেল থানাধীন চক বাজার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই মোঃ শিহাবুল ইসলাম, এএসআই আব্দুল্লাহ আল মামুন ও এএসআই মোঃ ফারুক আহম্মেদ সহ সঙ্গীয় ফোর্সগণ এক ঝটিকা অভিযান চালিয়ে থানাধীন মৌলভী বাজারস্থ গুলবদন মার্কেট এলাকা থেকে আধা কেজি (৫শ গ্রাম) গাঁজা সহ মানিক হোসেন (৩৬) ও মোছাঃ মনোয়ারা বেগম (৩৯) কে গ্রেফতার করেছে। এব্যাপারে থানায় মামলা নং-১০, তাং- ০৬/০৩/২০২৪ ইং দায়ের করা হয়েছে। এসআই মোঃ রফিকুল ইসলাম মামলাটির তদন্ত করছেন বলে থানার সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক নবঅভিযানের বিশেষ প্রতিনিধি ও সমাধান টিভি ডট কম এর ব্যবস্থাপনা পরিচালক লেখক ও সাংবাদিক মোঃ লুৎফর রহমান (খাজাশাহ্) কে এক সাক্ষাতে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *