Featured জীবনযাপন

ডিউটি রত পুলিশ কনস্টেবল এর মৃত্যু

মৃত পুলিশ কনস্টেবল মোঃ আল আমিন

মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্)ছিনতাই প্রতিরোধ ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন ডিএমপি কোতয়ালী থানাধীন বাবু বাজার পুলিশ ফাঁড়ীর পুলিশ কনস্টেবল নং- ৩০১৫৭ মোঃ আল আমিন(৩৮) গত ০৯/০৩/২০২৪ ইং ভোর ৫ টা ৩৫ মিনিট সময় হৃদরোগে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে এসআই মোঃ ফাহেয়াত উদ্দিন রক্তিম ও সংশ্লিষ্ট পুলিশের লোকজন তাকে মিটফোর্ডহাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে সকাল ৬ টা ৪০ মিনিট সময় মৃত ঘোষণা করেন। ইন্নানিল্লাহে…রাজিউন উক্ত পুলিশ কনস্টেবল এর মৃত্যুতে ডিএমপি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মাহবুব উজ জামান পিপিএম, ডিএমপি কোতয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ শাহীনুর ইসলাম কোতয়ালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ মাহ্ধসঢ়;ফুজুর রহমান, থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ নাজমুল হক, থানাধীন বাবুবাজার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই মোঃ ফাহেয়াত উদ্দিন রক্তিম গভীর শোক প্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। অতপর মরহুম আল আমিনের ১ম জানাজার নামাজ বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় পুলিশ লাইনস্ রাজারবাগে অনুষ্ঠিত হওয়ার পর তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় ডিএমপি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মাহবুব উজ জামান পিপিএম পুলিশ কনস্টেবল আল আমিন এর মৃত্যুশোকে একপর্যায়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় লালবাগ বিভাগের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগণদের সাথে এসআই ফাহেয়াত উদ্দিন রক্তিম উপস্থিত ছিলেন। খবর পেয়ে মৃত আল আমিন এর বাবা হাজী আব্দুস সালাম মাতা রোকেয়া বেগম স্ত্রী শারমিন আক্তার (৩১) শিশু পুত্র মোঃ শিশির (১৩) মোঃ ইউসুফ (৯) এবং মেয়ে মোছাঃ ফাতেমাকে নিয়ে ডিএমপি কোতয়ালী থানায় এসে মৃত আল আমিনের লাশ বাড়ী নিয়ে গেলে তার গ্রামের বাড়ী মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন নয়াকান্দি গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনে জানাজার নামাজের পর নয়াকান্দি গ্রামের কবরস্থানে তাকে কবরস্থ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *