মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্): ডি.এম.পি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে অপারেশন ইন্সপেক্টর মোহাম্মদ নাজমুল হক, এস.আই পার্থ কুমার চ্যাটার্জী, এস.আই মোঃ আলমগীর শরিফ, এস.আই মোঃ লাল মিয়া, এস.আই মোঃ রাজীব মিয়া, এস.আই রুবেল মল্লিক, এস.আই শাওন কুমার বিশ্বাস, এস.আই মোঃ হুমায়ুন কবীর, এ.এস.আই মোঃ সুলতান মাহমুদ, এ.এস.আই মোঃ কামাল হোসাইন, এ.এস.আই আব্দুল মতিন, এ.এস.আই আবু তালেব, এ.এস.আই গাজী সুমন ও এ.এস.আই মোঃ জামাল উদ্দিন সহ থানার অন্যান্য সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ পৃথক অপরাধ দমন ও মাদক বিরোধী অভিযান চালিয়ে গত এপ্রিল মাসে মোট ৪১ ব্যাক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় ১১ জন এবং বাকী ৩০ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে বলে থানায় কর্তব্যরত সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, সমাধান টিভি ডট কম এর ব্যাবস্থাপনা পরিচালক, সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় একাধিক স্বর্ণপদক পুরষ্কার প্রাপ্ত লেখক-কবি, কলামিষ্ট মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক সাক্ষাতে জানান।
Related Articles
নরসিংদী জেলা পরিষদ হইতে কবর স্থানের নামে টাকা উত্তোলন করে আত্নসাৎ
রাজু মিয়া,স্টাফ রিপোর্টার : নরসিংদী শিবপুর থানা অধীন বাঘাবর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড খুনকোট এর বর্তমান মেম্বার আঃ কুদ্দুস ও তার সহযোগী আমজাদ ও ওসমান এলাকায় কবরস্থান করে দিবে বলে জেলা পরিষদ থেকে অনুদান নেয় মোট এক লক্ষ টাকা। এর পরিপ্রেক্ষিতে এলাকার কবরস্থানে আংশিক কাজ করে। আর বাদ বাদী টাকার কোন হিসাব দিতে পারে নাই। […]
মুরাদনগরে নকল পন্য তৈরির কারখারনার মালিক গ্রেপ্তার
নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে আওয়ামী কৃষকলীগের বাঙ্গরা বাজার থানা শাখা । সোমবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা ও চাপিতলা ইউনিয়নের তিন শতাধিক দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। বাঙ্গরাবাজার থানা আওয়ামী কৃষকলীগের সভাপতি আবু মুসা আল কবির বলেন মুরাদনগরের জনপ্রিয় সংসদ সদস্য […]
মতিঝিলে ১ মাসে শতাধিক গ্রেফতার
মোঃ লুৎফর রহমান (খাজাশাহ্): ডি, এম, পি মতিঝিল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাসেল হোসেন, এস, আই শফিকুল ইসলাম আকন্দ, এস, আই মোঃ মুরাদ হোসাইন, এস, আই সুজন কুমার রায়, এস, আই মোঃ হেলাল উদ্দিন, এস, আই খন্দকার ফরিদ আহমেদ, এস, আই মোঃ আরাফত হোসেন, এ, এস, আই […]