দেশজুড়ে

কুলিয়ারচরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত এবং স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

মো: নূরুন্নবী ভুইয়া, ভ্রাম্যমান প্রতিনিধি (কিশোরগঞ্জ):
উদোক্তা হয়,বেশি করে মাছ চাষ করি। বেকারত্ব জীবন মুক্ত করি। এই প্রতিপ্রাদ্য শ্লোগান নিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে শনিবার বেলা ১১.০০ ঘটিকায় সময় মৎস্য অধিদপ্তর কুলিয়ারচর অফিস কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথেএক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত দায়ীত্ব প্রাপ্ত সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই মৎস্য চাষের উপর বিভিন্ন কর্মসুচী তুলে ধরেন এবং বলেন, ২৮ই আগষ্ট থেকে ০৩ সেপ্টেম্বর পযন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসুচী পরিচালনা করা হবে।

উক্ত কর্মসুচীর মধ্যে আলোচনা সভা,র‌্যালি, উদ্ধোধন, মাছের পোনা অবমুক্ত, মাছের চাষ করনে জন সচেতনার বৃদ্ধিলক্ষে হাটে-বাজারে উদ্ধুদ্ধকরন, মুল্যায়ন, সভা সমাপনী ও মৎস্য চাষীদেরকে পুরস্কার বিতরনসহ মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাসহ নানা ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় প্রিন্ট ও ইলেকটনিক্র মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *