কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ছাবির উদ্দিন রাজু: কিশোরগঞ্জের ভৈরব থানার ত কামাল হত্যা মামলার প্রধান ০৪ (চার) আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। স্থানীয় সূত্রে জানা যায় যে যাবত শত্রুতা পোষণ করে আসতেছে। সেই পূর্ব শত্রুতা জের হিসেবে গত ০২/০২/২০২২ ইং রোজ বুধবার রাত ০৩.০০ ঘটিকায় ওমানের নেতৃত্বে পূর্বপরিকল্পিতভাবে রাম দা, বল্লাম, চাপাতি ইত্যাদি দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বেআইনী জনতাবদ্ধে কামাল মিয়া ও জাকির মিয়ার উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে। এতে কামাল মিয়া ও জাকির মিয়াকে আশষ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গত ০২/০২/২০২২ ইং সময় আনুমানিক দুপর ১২.৩০ ঘটিকায় কামাল মিয়া মৃত্যু বরণ করেন এবং জাকির মিয়া মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছে। উল্লেখ্য যে, মুক্তাদির, ফরহাদ মিয়া, সাজন মিয়া, আহসান উল্লাহ‘সহ মোট ২৩ জন ও অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা নং-০৪, তারিখ-০২/০২/২০২২খ্রিঃ, ধারা-১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২/ ৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার আলোচিত কামাল হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী মুক্তাদির(২৪), পিতা-ওহিদ মিয়া, ফরহাদ মিয়া(২৬) পিতা-মারফত আলী, সাজন মিয়া(২৮) পিতা-রতন, আহসান উল্লাহ(২৬), পিতা-মৃত ফরিদ মিয়াদেরকে ০২/০২/২০২২ ইং তারিখ অনুমান ২১.৩০ ঘটিকায় ভৈরব থানা এলাকা হতে গ্রেফতার করেন।
Related Articles
ভৈরবে বৈদেশীক মুদ্রা পাচার কালে হুন্ডি ব্যবসায়ী আটক
সোহেলুর রহমান, ভৈরব প্রতিনিধি: ভৈরব রেলওয়ে জংশন ষ্টেশনে ২৮ লাখ ৩৭ হাজার ৫১০ টাকা মূল্যমানের বৈদেশীক মুদ্রা পাচার কালে মনির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। মনির হোসেন নরসিংদী জেলার রায়পুরা থানাধিন হাসনাবাদ নয়াহাটির জসিম উদ্দিনের ছেলে। গতকাল বুধবার রাত আটটার সময় ষ্টেশনের প্লাটফর্ম থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন […]
কালিকা প্রসাদ ইউনিয়নে কবরস্থানে গাছ কেটে আত্বসাৎ: মিথ্যা বানোয়াট কবরস্থান কমিটি
রিপোর্ট:শামসুল হক মামুন : কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকা প্রসাদ কুমির মারা সাবেক ২নং ওয়ার্ড কবরস্হানের কাজের জন্য কবরস্হানের ৫ দফায় ৫১ টি গাছ এলাকার জণগণ এবং কমিটির উপস্থিতিতে ডাকের মাধ্যমে মোট ১লক্ষ ৬১ হাজার ৭০০ টাকা গাছ বিক্রি করা হয় কবরস্থানের সংস্কণের জন্য ।কুমির মারা কবরস্থান সামাজিক কবরস্থান যার মালিক জণগণ এটি সরকারি নয়। […]
কুলিয়ারচরে মামলা তুলে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোঃশাহনুর,ভৈরব প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়াচর উপজেলার ডুমরাকান্দা বাজারের সবুজ মেম্বারের মালিকানাধীন নাঈম টিম্বার স’মিল ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে আজ ১৫ নভেম্বর, শুক্রবার দুপুরে ভৈরব ‘ল’ চেম্বারে সংবাদ সম্মেলন করেন ভোক্তভোগি সবুজ মেম্বার। উক্ত সংবাদ সম্মেলনে ভোক্তভোগি সবুজ মিয়া লিখিত অভিযোগে জানান, গত ২৯ অক্টোবর রাত ৩টার সময় কুলিয়ারচর উপজেলার ডুমরাকান্দা বাজার এলাকায় সাবেক ইউপি […]