অপরাধ

ভৈরবে বৈদেশীক মুদ্রা পাচার কালে হুন্ডি ব্যবসায়ী আটক

সোহেলুর রহমান, ভৈরব প্রতিনিধি: ভৈরব রেলওয়ে জংশন ষ্টেশনে ২৮ লাখ ৩৭ হাজার ৫১০ টাকা মূল্যমানের বৈদেশীক মুদ্রা পাচার কালে মনির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। মনির হোসেন নরসিংদী জেলার রায়পুরা থানাধিন হাসনাবাদ নয়াহাটির জসিম উদ্দিনের ছেলে। গতকাল বুধবার রাত আটটার সময় ষ্টেশনের প্লাটফর্ম থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বিপিএম এর নেতৃত্বে পুলিশ ঢাকাগামী মহানগর ট্রেনের নির্দিষ্ট কামরায় অভিযান চালায়। তথ্যমতে মনির হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ২৮ লক্ষ ৩৭ হাজার ৫১০ টাকা মূল্যমানের বিভিন্ন মানের মুদ্রা জব্দ করে পুলিশ। জব্দকৃত মুদ্রাগুলি আমেরিকা, চায়না, সিংগাপুর, ওমান, মালয়শিয়া, সৌদী আরব, ইংল্যান্ডসহ মোট ১০টি দেশের মুদ্রা। মনির হোসেন মূলত একজন ব্যবসায়ী। কাপড়ের ব্যবসার আড়ালে সে দীর্ঘদিন যাবত এ হুন্ডি ব্যবসা করে আসছিল বলে পুৃলিশের কাছে স্বীকার করেছে। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে আটককৃত মনির হোসেনকে কিশোরগঞ।জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *