Featured অপরাধ

কালিকা প্রসাদ ইউনিয়নে কবরস্থানে গাছ কেটে আত্বসাৎ: মিথ্যা বানোয়াট কবরস্থান কমিটি

রিপোর্ট:শামসুল হক মামুন : কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকা প্রসাদ কুমির মারা সাবেক ২নং ওয়ার্ড কবরস্হানের কাজের জন্য কবরস্হানের ৫ দফায় ৫১ টি গাছ এলাকার জণগণ এবং কমিটির উপস্থিতিতে ডাকের মাধ্যমে মোট ১লক্ষ ৬১ হাজার ৭০০ টাকা গাছ বিক্রি করা হয় কবরস্থানের সংস্কণের জন্য ।কুমির মারা কবরস্থান সামাজিক কবরস্থান যার মালিক জণগণ এটি সরকারি নয়। এলাকার মানুষের দান কৃত জমি ২গন্ডা জমি আমরা নতুন কমিটি কবরস্থানের নামে ক্রয় করেছি।বিগত কয়েক দিন যাবৎ অনলাইন মিডিয়া কবরস্থান কমিটির নামে মিথ্যা মনগড়া সংবাদ ছড়াচ্ছেন । ১০ লক্ষ টাকার গাছ নাকি আমরা বিক্রি করেছি ১০০ থেকে দেড় শ গাছ বিক্রি করেছি কবরস্থান নিয়ে সরযন্ত্র করা হচ্ছে যারা না জেনে বলেছেন আপনারা কবরস্থানে এসে দেখুন এখনো গাছের গুড়া মাটিতে আছে দেখেন কয়টা গাছ বিক্রি হয়েছে আর টাকা যা পেয়েছি তা সবার সামনে ডাকে বিক্রি হয়েছে । সাংবাদিকদের এ কথা বলেন কবরস্থান কমিটির সভাপতি বরজু মেম্বার ।আমাদের নামে উপজেলায় মিথ্যা যে অভিযোগ দেয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজ স্যার বিনীত অনুরোধ থাকবে সুষ্ঠুভাবে তদন্ত করে দেখুন । কবরস্থান কমিটির কোষাদক্ষ হাজী মো: হেলাল উদ্দিন বলেন এই কবরস্থানটি আমাদের হাত ধরে তিল তিল করে আজকে একটি সুন্দর পরিবেশ হয়েছে অন্যান কবরস্থঅন আমাদের কবর দেখলে বুঝবেন কত সুন্দর এবং কত কাজ হয়েছে আমাদের নামে যে গাছ কেটে টাকা আত্বসাৎ করার অভিযোগ করেছেন আপনারা চাইলে গাছ গুলো গুনে দেখতে পারেন আর গাছ বিক্রি হয়েছে সকলের সামনে এখানে চুরি দারি কিছু নাই যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য অপবাদ লটাচ্চেন মান সম্মান নষ্ট করছেন আমাদের কমিটির কাছে সকল হিসাব আছে যে কেই চাইলে দেখতে পারবেন । মিথ্যা অপবাদের বিরুদ্ধে কবরস্থান কমিটি ও এলাকার জনগণ প্রতিবাদ জানিয়েছেন ।আজকে বেলা ১১ ঘটিকায় কবরস্থান প্রাঙ্গনে এক প্রতিবাদ সভা হয়। এসময় কবরস্থান কমিটি র্পূবের কমিটির কাছে বর্তমান কমিটি হিসাব চেয়েছেন এবং প্রতিবাদ সভায় কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক, কোষাদক্ষ,উপদেষ্টা মন্ডলী এলাকাবাসী ক্ষুব প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *