জাতীয়

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অবৈধভাবে বালু উত্তোলণ, দেখার কেউ নেই

 

কাউছার আহমেদ, ভ্রাম্যমান প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার বিভিন্ন স্থানে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে। এতে এলাকার অনেকের ফসলি জমি, বাড়ি, ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে বলে এলাকাবাসী জানায়। বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীরা কিছু বলতে পারছেনা। আব্দুল্লাহ্পুরে ভুঈঁয়া মেটাল যা ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাশে অবস্থিত। পূর্ব আব্দুল্লাহপুরের হাবিবুল্লাহ্ খান বিশাল গর্ত করে মাটি বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে। গোবুরিয়া ইউনিয়ন এর শশানী পাড়ার সুজন, শামীম গং দের নেতৃত্বে বালুর ব্যবসা হচ্ছে বলে জানা যায়। এতে এলাকার সাধারন মানুষের জমি, ভিটার ব্যাপক ক্ষতি হবার আশঙ্কা,
কিন্তু এসব দেখার কেউ নেই। এলাকাবাসী সাধারন মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *