জাতীয় ভিডিও

ভৈরবে ২২টি পূঁজামন্ডপে হিন্দু সম্প্রদায়ের শার্রদীয় দুর্গোৎসব উদযাপন [Video]

মো: শাহনূর,ভৈরব প্রতিনিধি।।
শার্রদীয় দূর্গাপূজাকে ঘিরে উৎসবের আমেজ বিস্তার করছে ভৈরবে ২২টি পূঁজামন্ডপে হিন্দু সম্প্রদায়ের শার্রদীয় দুর্গোৎসব উদযাপন করছেন পূজারীরা। সকাল থেকে শুরু হওয়া আনন্দঘন পরিবেশে পূঁজামন্ডপে দেবীর আর্শিবাদ নিতে আসেন গভীর রাত পর্যন্ত।পাঁচদিনের এ উৎসব শেষ হবে ১৯ অক্টোবর শুক্রবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। পূজার উদযাপন কমিটির সামপ্রদায়িক সমপ্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে আনুষ্ঠানিকতায় দূর্গোৎসব সম্পন্ন হচ্ছে । প্রশাসনের সাবিক নিরাপত্তায় পূঁজামন্ডপে আগত দশনার্থী ও পূজারিরা উৎসবের আনন্দ ভাগা ভাগি করে নিচ্ছেন।
ভৈরব থানার অফিসার ইনচাজর্ (ওসি) মোঃ মোখলেসুর রহমান জানান, কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ভৈরবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। পূজা উৎসবকে ঘিরে এবার প্রশাসনের পক্ষ থেকে আনসার-ভিডিপি, পুলিশ ও র‌্যবের সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *