রাজনীতি

কাল তফসিল ঘোষণা হলে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার আগামীকাল (৮ নভেম্বর) জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করলে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

এছাড়া আগামীকাল রাজশাহী অভিমুখে রোডমার্চ এবং পরশু সেখানে সমাবেশ করবেন তারা। আজ বুধবার (৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

সংলাপ ফলপ্রসূ হয়েছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘সংলাপ ফলপ্রসূ হল কিনা সেটা এক কথায় বলা যাবে না। আমরা বলেছি, এটা অব্যাহত আছে।’

দ্বিতীয় দফার সংলাপ ফলপ্রসূ না হলে রোডমার্চের ঘোষণা আগেই দিয়েছিল ঐক্যফ্রন্ট। দুপুরে সংলাপ শেষে রাজধানীর বেইলি রোডে ঐক্যফ্রন্ট সভাপতি ড. কামাল হোসেনের বাসায় সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, আগামীকাল রাজশাহীর উদ্দেশে রোড মার্চ হবে এবং পরশু সেখানে ঐক্যফ্রন্ট জনসভা করবে।

এসময় ড. কামাল হোসেন বলেন,  সাত দফা দাবি নিয়ে স্বল্প পরিসরে আলোচনা হয়েছে।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কী আলোচনা হয়েছে, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সাত দফার মধ্যে আমাদের প্রথম দফাটাই তো ছিল বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সরকারের পদত্যাগ। এবং একই সাথে দ্বিতীয় দফায় ছিল নির্বাচন কমিশনের পুনর্গঠন। এ বিষয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আমরা প্রস্তাব করেছি যে, আমরা আরো আলোচনা চালিয়ে যেতে চাই।’

খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে অবশ্যই আলোচনা হয়েছে। সেই আলোচনায় আমরা জোর দিয়ে বলেছি যে, তিনি তো আইনগতভাবেই মুক্তি পাওয়ার যোগ্য, জামিন পাওয়ার যোগ্য।’

এরআগে গত সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে নির্বাচনের তফসিল পিছিয়ে দেয়ার দাবি জানায় ঐক্যফ্রন্ট। তবে প্রধান নির্বাচন কমিশনার আগামীকাল (বৃহস্পতিবার) জাতীর উদ্দেশে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। এ বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, ‘উনারা বলেছেন, তফসিল ঘোষণার সঙ্গে এই আলোচনার কোনো সম্পর্ক থাকবে না। প্রয়োজনে তফসিল আবারো ঘোষণা করা যাবে। এটাকে রিশিডিউল করা যেতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *