বিশেষ প্রতিবেদন

কমলাপুরে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক : কমলাপুর রেলস্টেশনে পঞ্চম দিনের মতো ঈদের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। আজ দেওয়া হচ্ছে আগামী ২১ আগস্টের টিকিট।

অন্য দিনের তুলনায় আজ ভিড় সবচেয়ে বেশি। কেননা ২২ আগস্ট ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এ হিসেবে ২১ আগস্ট ঈদের আগের দিন। ওই দিনই বেশি মানুষ বাড়ি ফিরবেন।

২১ আগস্টের টিকিট পাওয়ার জন্য কেউ কেউ গতকাল দুপুর থেকে, কেউ কেউ বিকেল থেকে আবার কেউ সন্ধ্যা থেকে এসে লাইনে দাঁড়িয়েছেন। কামরুল নামের এক ব্যক্তি জানান, তিনি গতকাল দুপুরে এসেছেন। আর টিকিট পেয়েছেন আজ সকাল ১০টায়। শুধু কামরুল না, তার মতো অনেকেই গতকাল দুপুর থেকে এসে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন।

এদিকে আজ ২৫০ থেকে ৩০০ টাকায় সিরিয়াল বিক্রি হচ্ছে। অনেকে আগে থেকে দাঁড়িয়ে পরে আসা লোকদের কাছে সিরিয়াল বিক্রি করছেন।

রোববার সকাল ৮টা থেকে কমলাপুর রেলস্টেশনের ২৬ কাউন্টারে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলে সার্ভারে সমস্যার জন্য দেড় ঘণ্টা টিকিট বিক্রি বন্ধ থাকে। এ ছাড়া টিকিট দিতে ধীরগতির অভিযোগ করেন টিকিট প্রত্যাশীরা।

বেশি অভিযোগ এসি টিকিট না পাওয়ার। টিকিট দেওয়া শুরুর কিছুক্ষণের মধ্যে জানানো হয় এসি টিকিট বিক্রি শেষ। এনিয়ে ক্ষুব্ধ টিকিট প্রত্যাশীরা। তারা বলেন, গতকাল দুপুর বা সন্ধ্যা থেকে দাঁড়িয়েও যদি টিকিট না পায়, তাহলে এই কষ্ট কোথায় রাখব। টিকিটে জন্য লাইনে দাঁড়িয়ে থাকা লোকজন জানান, আটজনকে টিকিট দেওয়ার পর কাউন্টার থেকে জানানো হয়, এসি টিকিট শেষ।

টিকিট বিক্রির সার্বিক বিষয় নিয়ে কমলাপুর স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, সকাল থেকেই প্রতিটি কাউন্টারের সামনেই মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। সকালে সার্ভারে সমস্যা হওয়ায় কিছু সময় টিকিট বিক্রি বন্ধ থাকে। পরে সার্ভার ঠিক হওয়ায় টিকিট দেওয়া শুরু করা হয়। যতক্ষণ টিকিট থাকবে ততক্ষণ বিক্রি হবে বলে জানান তিনি।

ট্রেনের মোট টিকিটের ৬৫ শতাংশ দেওয়া হচ্ছে কাউন্টার থেকে। বাকি ৩৫ শতাংশের ২৫ শতাংশ অনলাইন ও মোবাইলে। ৫ শতাংশ ভিআইপি ছাড়াও রেল কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ রয়েছে ৫ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *