দেশজুড়ে

ভৈরবে ৪র্থ দিনে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য তেল,ডাল ও চিনি বিক্রি

রফিকুল ইসলাম রুবল, ভৈরব প্রতিনিধি : দ্রব্যমূল্যের লাগামটেনে ধরতে আজ
বুধবার ভৈরবে সরকারের ভর্তুকি মূল্যে করোনাকালে টিসিবির পণ্য
সয়াবিন তেল,মশুর ডাল ও চিনি বিক্রি করা হয়েছে । দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ
রাখতে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে । আজ বুধবার বেলা সাড়ে ১১
টায় ভৈরব পৌরসভার প্যানেল মেয়র মমিনুল হক রাজু শহরের পঞ্চবটি হাজি
জনাব আলী স্কুলে টিসিবি পণ্য বিক্রির উদ্ধোধন করেন । এ সময়
উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর
আলম । আজ ৩নং ওয়াডের ৪শ ৬৫ জন ও ৫ নং ওয়ার্ডে ৫শ জন
কার্ডধারীদের মাঝে এ পণ্য বিক্রি করা হয়েছে ।এছাড়া একই সময়ে
গজারিয়া ও সাদেকপুর ও আগানগরসহ ৩ টি ইউনিয়নের ১ হাজার ৫শ
জন কার্ডধারীদের মাঝে টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে । কমদামে
টিসিবির পণ্য পেয়ে খুশি সাধারন মানুষ । তবে সরকার যেন কমদামে
এ পণ্য বিক্রি কার্যক্রম চালু রাখে সাধারন মানুষ সে দাবি জানান ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান , ভৈরবে পৌরসভার ১২টি ওয়ার্ডে
৬ হাজার ১শ১৭টি পরিবার ও ৭টি ইউনিয়নে ১০ হাজার ৪শ ৮১ পরিবারের
মাঝে টিসিবি এ পণ্য বিক্রি করা হবে ।পর্যায়ক্রমে শহরের অন্যান্য
ওয়ার্ডে ও ইউনিয়নে এ পণ্য বিক্রি করা হবে ।কার্ডধারী প্রতিটি
পরিবার ৪শ ৬০ টাকার বিনিময়ে ২ কেজি সয়াবিন তেল,২ কেজি মশুর
ডাল ও ২ কেজি চিনি কিনতে পারবে । সরকারের পক্ষ থেকে জেলা
প্রশাসনের তত্বাবধানে টিসিবির মাধ্যমে ভৈরবে ১৬ হাজার ৫শ
কার্ডধারীকে ১শ ৫টাকা দরে ২ কেজি সয়াবিন তেল,৫৫ টাকা দরে ২
কেজি চিনি ও ৬৫ টাকা দরে ২ কেজি করে ডাল কিনতে পারবে ।
ডিলারদের মাধ্যমে শহরে ও ইউনিয়নে ট্রাকে করে এসব পণ্য সেল করা হবে
। ১ম মাসে কার্ডধারীরা ২ বার এ সুবিধা ভোগ করবে ।পরবর্তীতে
রমজানের আগে সরকারের পক্ষ থেকে অন্যান্য নিত্যপণ্য আইটেম বাড়ালে
সেটি ও কার্ডধারীরা কিনতে পারবে ।
ভৈরব পৌরসভার প্যানেল মেয়র মমিনুল হক রাজু জানান, তার ওয়ার্ডে ৪শ
৬৫ টি কার্ডধারী পরিবারের মাঝে ৪শ ৬০ টাকার বিনিময়ে টিসিবির
২ কেজি সয়াবিন তেল,২ কেজি ডাল ও ২ কেজি চিনি বিক্রি করা হচ্ছে
। কিন্ত আরো অনেকেই কার্ড পায়নি । সরকার যদি ফ্যামেলি কার্ড
বাড়িয়ে দেয় । তাহলে অনেককেই এর আওতাভ’ক্ত করা হবে । তাই ফ্যামেলী
কার্ড বাড়ানোর দাবী জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *