অপরাধ

ভৈরবে ২ কোটি টাকা ভুয়া পে-অডার জালিয়াতির মামলায় ২ প্রতারক গ্রেফতার

রফিকুল ইসলাম রুবেল, ভৈরব প্রতিনিধি: ভৈরবে প্রতারনা করে ব্যাংক থেকে ২ কোটি টাকা মূল্যের ভুয়া পে-অডারের মাধ্যমে জালিয়াতি করে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টায় ২ প্রতারককে
গ্রেফতার করেছে পুলিশ । এ ঘটনায় আল-আরাফাহ ইসলামি ব্যাংকের এক্সিকিউটিভ
অফিসার মোঃ আল মনসুর বাদী হয়ে প্রতারণার অভিযোগ এনে ৩ জনকে আসামি করে ভৈরব
থানায় একটি মামলা দায়ের করেন । মামলায় অভিযুক্তরা হলো, বার্ক ইঞ্জিনিয়ারিং এন্ড
কনষ্ট্রাকশন নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের এমডি আবু মাসুম মোহাম্মদ মুতাসিন
বিল্লাহ, শামিম আহমেদ ও মাসুদ রানা । এদেও মধ্যে ২ জন গ্রেফতার হলে ও আবু মাসুম
মোহাম্মদ মুতাসিন বিল্লাহ পলাতক রয়েছে । গ্রেফতারকৃতরা হলো পৌর শহরের চন্ডিবের গ্রামের শামিম আহমেদ ও ভৈরব আবাসিক বিদ্যুত অফিসের মিটার রিডার সাহায্যকারী মাসুদ রানা। গ্রেফতারকৃতদের আজ বুধবার সকালে কিশোরগঞ্জ জেল হাজতে প্ররেণ করা হয়েছে । মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানাযায় , ২৭ ফেরুয়ারী জেআই ইমপ্লেক্স লিমিটেডের সঙ্গে ২ কোটি টাকা মূলের সিমেন্ট কেনার চুক্তি করে বার্ক ইঞ্জিনিয়ারিং কনষ্ট্রাকশন নামের ঠিকাদারী প্রতিষ্ঠান । বার্ক ইঞ্জিনিয়ারিং কনষ্ট্রাকশন নামের ঠিকাদারী প্রতিষ্ঠান সিমেন্টের মূল্য পরিশোধে জেআই ইমপ্লেক্স লিমিটেডকে ২ কোটি ৫ লাখ ৫৪ হাজার টাকার পে অর্ডার দেয় । পে-অর্ডারে টাকা তোলার তারিখ দেয়া হয় ২১ মার্চ । পে-র্ডার দেয়ার পর জেআই ইমপ্লেক্স লিমিটেডের কার্যালয়ে গিয়ে গ্রেফতারকৃতরা ২১ মার্চ গতকাল মঙ্গলবার সিমেন্ট দেয়ার অনুরোধ করেন । বিষয়টি সন্দেহ হলে জেআই ইমপ্লেক্স কর্তৃপক্ষ ভৈরব আল-আরাফাহ ইসলামি ব্যাংকে লোক পাঠিয়ে জানতে পারে পে-অর্ডার গুলো ভুয়া। পরে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ব্যাংক থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ ।

এ ঘটনায় আল-আরাফাহ ইসলামি ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার মোঃ আল মনসুর বাদী হয়ে
প্রতারণার অভিযোগ এনে ৩ জনকে আসামি করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন।মামলায় অবিযুক্তরা হলো, ১। আবু মাসুম মোহাম্মদ মুতাসিন বিল্লাহ, ২ । শামিম আহমেদ ও ৩। মাসুদ রানা । ২ জন গ্রেফতার হলে ও আবু মাসুম মোহাম্মদ মুতাসিন বিল্লাহ পলাতক রয়েছে ।
এ বিষয়ে আল-আরাফাহ ইসলামি ব্যাংকের শাখা ব্যবস্থাপক.মোঃ আনিসুল ইসলাম
মাহমুদ. ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় আমাদের পক্ষ থেকে জালিয়াতি ও
প্রতারণার অভিযোগ এনে ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান পে-অর্ডার জালিয়াতি
করে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টায় মামলা দায়ের করা হয়েছে । মামলায় ২ জনকে গ্রেফতার করে
জেল হাজতে প্ররেণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *