জাতীয়

মুরাদনগরে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন

মোঃ নজরুল ইসলাম, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তির উৎসব ও ২ দিন ব্যাপি সুবর্ণজয়ন্তী মেলা-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হানিফ সরকার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহম্মেদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডঃ মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর কবির, সমাজ সেবা কর্মকর্তা কবির আহম্মেদ, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আকতার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই, যুব উন্নয় কর্মকর্তা মমিনুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, আবু তাহের, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ গাজিউল হক চৌধূরী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু কাউসার, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানাসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
মেলায় উপজেলার ২১টি কার্যালয়ের স্টল অংশ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *