জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি: ভৈরবে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী,ছিনতাইকারী,অসামাজিক কাজে লিপ্ত এবং ওয়ারেন্টভূক্ত আসামিসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃতদের মধ্যে একাধিক মামলার আসামি চিহ্নিত ৫ ছিনতাইকারী প্রত্যেককে ৬ মাস করে সাজাঁ দিয়েছে ভ্র্যাম্যমান আদালত । সাজাপ্রাপ্তরা হলো সাবিবর ( ১৯),জাকারিয়া ( ১৮),রাসেল ( ১৮),ভূবন (২৪) ও মোস্তাকিম ( ১৯) ।
গ্রেফতারকৃতদের কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে । ভৈরব থানার ওসি মোঃ মোখলেছুর রহমান জানান, বিশেষ অভিযানে ভৈরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী,ছিনতাইকারী,ওয়ারেন্টভূক্ত ও অসামাজিক কাজে লিপ্ত থাকায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে । এদের মধ্যে একাধিক মামলার আসামি চিিহ্নত ৫ ছিনতাইকারীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃতদেরকে ৬ মাস করে সাজা দিয়েছে ভ্র্যম্যমান আদালত । এছাড়াও পঞ্চবটি এলাকার মৃত মইজ উদ্দিনের বাড়ি থেকে অসামাজিক কাজে লোককে সুযোগ করে দিয়ে অর্থিক ফায়দা লোটার অভিযোগে তার স্ত্রী তানিয়াসহ আটককৃত যুবক যুবতীকে ৩৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।