অপরাধ

চিকিৎসার জন্য হাসপাতালে সম্রাট

নিজস্ব প্রতিবেদক: ক্যাসিনো বাণিজ্যে বিতর্কিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে হাসপাতালে নেয়া হয়েছে।

সম্রাট অসুস্থ হয়ে পড়ায় কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সম্রাটকে প্রথমে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে সিসিইউতে পাঠান।

এরপর ঢামেক হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে সম্রাটকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ আবদুল খান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. জাহিদ জানান, বুকে ব্যথা অনুভব করায় সম্রাটকে হাসপাতালে নেয়া হয়েছে।

গত ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে আটক করে র‌্যাব। পরে সম্রাটকে নিয়ে তার রাজধানীর কাকরাইলের কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণির চামড়া পাওয়া যায়। এ চামড়া রাখার দায়ে সম্রাটকে ৬ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত।

এ ছাড়া র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে দুটি মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *