জাতীয়

ভৈরবে করোনায় আক্রান্ত চিকিৎসকসহ ২১ জন সুস্থ্য

জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি :

ভৈরবে প্রাতিষ্ঠানিক কোয়ারেইন্টাইন ট্রমা সেন্টারে চিকিৎসা শেষে করোনায় আক্রান্ত ২১ জন রোগীকে সুস্থ্য হওয়ার পর তাদের ছাড়পত্র দিলে তারা তাদের বাড়ি ফিরে যায়। আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে সুস্থতার ছাড়পত্র দিলে দুপুরে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছার মাধ্যমে হাসপাতাল থেকে বিদায় দেয়া হয়। এদের মধ্যে হাসপাতালের চিকিৎসকসহ অন্যান্য লোকজনও ছিলেন । সবাইকে ফুলদিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ, ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ শাহিন।

যারা করোনা থেকে মুক্তি পেলেন তারা হলো উপজেলা সহকারি কমিশনার (ভুমি)এসিল্যান্ড, হাসপাতালের চিকিৎসক সিনিয়ির ষ্টাফ নার্সসহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারি সহ মোট ২১ জন। ছাড়পত্র দেওয়ার পর সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এ পর্যন্ত এখান থেকে মোট ৩৬ জন ছাড়পত্র নিয়েছে। সবাই এখন পর্যন্ত ভাল আছে। বাকি আরো ১০ জন এ ট্রমা হাসপাতালে ভর্তি আছে।

উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, এ পর্যন্ত মোট ৪৬ জন আকান্তের মধ্যে আজ ২১ জন সহ মোট ৩৬ জন সুস্থ বাড়ি ফিরতে পেরেছেন। এটা আমার জন্য এটা স্বস্থির বিষয়। এছাড়াও আমার একজন সহকর্মীও আক্রান্ত হওয়ায় করোনা সংক্রান্ত কাজ কিছুটা সিথিল হয়ে পড়েছিল। এখন থেকে আবার আমরা আমাদের কাজগুলো চলমান রাখতে পারব। আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ, আজ হাসপাতালের চিকিৎসক, সিনিয়র ষ্টাফ নার্সসহ কর্মকর্তা কর্মকর্তা কর্মচারিসহ মোট ২১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এখন পর্যন্ত আরো ১০ জন এ ট্রমা হাসপাতালে চিকিৎসাধি রয়েছে। আশা করছি তারাও শিঘ্রই সুস্থ্য হয়ে বাড়ি ফিরতে পারবে। কিশেঅরগঝের বিভিন্ন উপজেলার মধ্যে ভৈরবে আকান্তের সংখ্যা বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *