দেশজুড়ে

পুলিশকে ভয় না পেয়ে বন্ধু ভাবুন “ওসি মনজুর আলম”

নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
পুলিশকে ভয় না পেয়ে তাদের কে বন্ধু ভাবুন পাশাপাশি সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করুন তাহলেই সমাজ অপরাধ মুক্ত হবে। মঙ্গলবার উপজেলার জাহাপুর বাজারে কমিউনিটি পুলিশিং কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম এ কথা বলেন।
তিনি আরো বলেন, সন্তানদের সু-শিক্ষা দিয়ে ভালো মানুষ তৈরি করুন। সামাজে যখন ভালো মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে তখন সমাজ থেকে এমনিতেই অপরাধ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী কমে যাবে। পুলিশ ২৪ঘন্টা আপনাদেরকে সেবা দিতে  প্রস্তুত আছে যেকোন সমস্যায় তাদেরকে জানান।
মুরাদনগর থানার এসআই আব্দুল গোফরানের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহম্মেদ, ইউ’পি চেয়ারম্যান একেএম সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মুসলেহ উদ্দিন, জাহাপুর কে.কে একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হক পাটোয়ারী, সহকারী অধ্যাপক অঞ্জন কুমার রায়, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামীম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন বেলাল, উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ, জাহাপুর বাজার কমিটির সভাপতি আবু সাঈদ, সংরক্ষিত মহিলা মেম্বার মমতাজ বেগম, ইউপি সদস্য আলী নেওয়াজ, উপজেলা যুবলীগের সদস্য হুমায়ন কবির, জাহাপুর ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক আরাফাত বাবু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *