মোঃ ছাবির উদ্দিন রাজু, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভূপুর গ্রামের মৃত কবির মিয়ার ছেলে মোঃ শরিফ মিয়া (৩০) ক্যান্সারে আক্রান্ত । ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে তার কেমোথ্যারাপি চলছে। চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারের শরিফ মিয়া এখন নি:স্ব। অসুস্থ শরীফ বলেন,সম্পদ বলতে যা কিছু ছিল সব বিক্রি করে চিকিৎসা করেছেন। আরও থেরাপি সহ বাকী চিকিৎসা দিতে ডাক্তার বলেছেন প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন। ঘরে খাবার নেই। স্ত্রী রোগের কথা শুনে আমাকে ছেড়ে চলেগেছে। তার বোনেরা চাল, ডাল কিনে দিলে তবেই রান্নার হাড়ি চলে। কেমোথ্যারাপির বিভীষিকাময় বর্ণনা দিতে গিয়ে শরিফ বলেন, যখন থেরাপি চলে তখন মনে হয় নারি, ভুরি, কলিজা মুখ দিয়ে বের হয়ে আসবে,দুই পা ফুলেগেছে, শরীরের রগ গুলি পুড়ে কালো হবার মত। তার পাশের বেডে একজন থেরাপি চলাকালে মারা গেছে। তিনিও একদিন মুমূর্ষু অবস্থায় পতিত হয়েছিলেন। টাকা শেষ হওয়ায় চিকিৎসা বন্ধ হবার উপক্রম। এদিকে সন্তানকে বাঁচাতে শাহীনের জনম দু:খি মা মোছাঃ সানু বেগম ও তার বোন হানিনা বেগম শেষ সম্বল দুই শতাংশ জমি বিক্রি করে শরিফের চিকিৎসা চালাচ্ছেন।
আজ মানবিক সাহায্যের জন্য এনপিএস মানবতার ঘর ভৈরব এর সমন্বয় কারী মানবাধিকার সংগঠক মোঃ ছাবির উদ্দিন রাজুর ভৈরব অফিসে রোগী সহ আসেন তার বোন হাসেনা বেগম,এসময় ভৈরব উপজেলা মানবিক সংগঠনের পরিচালক সমাজকর্মী মোঃ জাকির হোসেন নগত ২০০০ দুই হাজার টাকা প্রদান করেন,এসময় ভৈরব মানবিক সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মোঃ সামিম আহমেদ,পল্লী জাগরী সংগঠনের সভাপতি রাজু আহমেদ,বিএমএসএফ ভৈরব উপজেলা শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুল হক মামুন, নির্বাহী সদস্য মোঃ জুয়েল মিয়া,সমাধান টিভির স্টাফ রিপোর্টার এআর মুশফিক রোগীর অবস্থা দেখে দেশ বাসির নিকট শরিফের চিকিৎসায় আর্থিক সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন রকেট ও বিকাশে সাহায্য পাঠাতে পারেন শরিফের মিয়ার এই নাম্বারে ০১৭৮১৯০২২৫৬ । ক্যান্সারে আক্রান্ত শরিফের সাথে কথা বলতে ও সাহায্য করতে পারেন তার বোন এর এই নাম্বারে (রকেট) ০১৮৭০২৫৩৫৪৮।