জীবনযাপন প্রবাস

চীনে বন্যায় ২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টিপাতে ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে আটজন। শনিবার দেশটির সরকারি বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, আট হাজার ৭০০ এর বেশি বাড়ি, খামার, সড়ক, রেলপথ এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হয়েছে। চলতি সপ্তাহের প্রথম থেকে এই প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। কিনচেং শহরের হামি এলাকায় চলতি সপ্তাহে জিনজিয়াংয়ে বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছে আটজন।

বন্যার কারণে একটি জলাশয়ের অংশ ফাটল দেখা দিয়েছে। বন্যায় ওই জলাধারে পানিপ্রবাহ প্রতি সেকেন্ডে ১ হাজার ৮৪৮ কিউবিক মিটার করে বাড়ছে, যা স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি।

এদিকে জিনজিয়াংয়ের বন্যাকবিলত এলাকার ৫ হাজার ৫০০ এর বেশি বাসিন্দাকে সরিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে অস্থায়ী তাবু ও জরুরি প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণের জন্য সরকারি কর্মকর্তা ও সেনাসদস্যসহ তিন হাজারেরও বেশি লোক সেখানে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *