মো: রফিকুল ইসলাম রুবেল:
সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে ভৈরবে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের দূর্জয় মোড়ে Samadhan tv 24.com , সাংবাদিক এসোসিয়েশন ভৈরব উপজেলা শাখা ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন কিশোরগঞ্জ- নরসিংদী- ব্রাহ্মণবাড়িয়া জোনাল শাখার যৌথ আয়োজনে এ মানবন্ধন কর্মসুচি অনুষ্টিত হয়। ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, সমাধান টিভির চেয়ারম্যান, আসক ফাউন্ডেশন জোনাল শাখা ও সাংবাদিক এসোসিয়েশন ভৈরব উপজেলা শাখার সভাপতি মো: আব্দুল লতিফ RPC র সভাপতিত্বে ও সাংবাদিক এসোসিয়েশন ভৈরব উপজেলা শাখার আজীবন সদস্য ফখরুল আলম রতন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলা টিভির প্রতিনিধি এম আর সোহেল সেন, জাতীয় সাপ্তাহিক সংবাদ পাতা পত্রিকার প্রধান সম্পাদক ও দৈনিক সবুজ বিপ্লব পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মো: নাজির উদ্দিন, সাপ্তাহিক অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ভৈরব উপজেলা প্রেসক্লাব এবং ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির অর্থ সম্পাদক মোঃ শামীম আহমেদ, বিজয় টিভির ভৈরব প্রতিনিধি তরুণ লেখক সোহানুর রহমান, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন কিশোরগঞ্জ – নরসিংদী – ব্রাক্ষণবাড়ীয়া জোনাল শাখার সহ সভাপতি মো: মোবারক আলী মেম্বার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর শরীফ মোহাম্মদ আলমগীর, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফরিদুল ইসলাম প্রমুখ।
সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের মাঝে মানববন্ধনে অংশ নেন, বৈশাখী টিভি ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন, সমাধান টিভির পরিচালক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন কিশোরগঞ্জ – নরসিংদী – ব্রাক্ষণবাড়ীয়া জোনাল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা, সমাধান টিভির পরিচালক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন কিশোরগঞ্জ – নরসিংদী – ব্রাক্ষণবাড়ীয়া জোনাল শাখার সাংগঠনিক সম্পাদক মো: বরকত উল্লাহ, আসক ফাউন্ডেশন জোনাল শাখার প্রচার সম্পাদক এম এ কাইয়ুম, সমাজ কল্যান সম্পাদক আশরাফ উদ্দিন মুকুল, নাগর টিভির চেয়ারম্যান ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক আসক ফাউন্ডেশন জোনাল শাখার প্রচার সম্পাদক শামসুল হক মামুন, সমাধান টিভির পরিচালক রাশেদুজ্জামান রাসেল, আসক ফাউন্ডেশন জোনাল শাখার আইন বিষয়ক সম্পাদক বিশিষ্ট নাট্য নির্মাতা ও স্বপ্ন ছোঁয়া মিডিয়া হাউজের প্রতিষ্ঠাতা স্বপন মাহমুদ দুর্জয়, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রবীর চন্দ্র সূত্রধর, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ভৈরব প্রতিনিধি ইমন মাহমুদ, দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার ভৈরব প্রতিনিধি নাঈম মিয়া, দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আসক ফাউন্ডেশন জোনাল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম, হাবিবুল্লাহ হাবিব, আখিনূর আক্তার, মো: হানিফ মিয়া,
স্বাধীন বাংলার প্রতিনিধি জুয়েল মিয়া, আসক ফাউন্ডেশন জোনাল শাখার দপ্তর সম্পাদক মো: রফিকুল ইসলাম রুবেল, সদস্য মো: বিল্লাল মিয়া, মো: রফিকুল ইসলাম ভুট্টো প্রমুখ।
এ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্ধ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা নাদিম হত্যায় জড়িতদের ফাসিঁর দাবী জানান এবং ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের নামে মামলা প্রত্যাহারের দাবী সহ ভবিষ্যতে আর যেন কোন সাংবাদিক হত্যার শিকার না হয় সরকার কাছে সে আহ্বান জানান।