বিশেষ প্রতিবেদন

রূপপুর প্রকল্পে কর্মরত রাশিয়ার নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ার নাগরিক পনোমারেভ ইগোর মিখাইলোভিচ (৬৯) মারা গেছেন। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

মিখাইলোভিচ রসাটমের ঠিকাদারি প্রতিষ্ঠান অর্গানস্ট্রয় এক্সপোর্টে ভূতত্ত্ববিদ হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঈশ্বরদী শহরের মশুরিয়াপাড়া এলাকায় কফিল উদ্দিন হাউজের ভাড়া বাড়িতে বসবাস করতেন।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার আগে হঠাৎ করেই ওই বর্ষীয়ান ভূতত্ত্ববিদ শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হন। তাকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে পাবনা জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, রাশিয়ার এই নাগরিকের শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক মৃত্যু হওয়ায় তার মরদেহ ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে। ঢাকা থেকে মরদেহ রাশিয়ায় পাঠানোসহ আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *