মাদক অভিযান

ভৈরবে ২৫০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক


জয়নাল আবেদীন রিটন:
কিশোরগঞ্জের ভৈরবে ২৫০ বোতল ফেনসিডিলসহ মওদুদ (৩০) নামে মাদক কারবারিকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। মওদুদ মাধবদী থানাধিন কান্দারপাড়া গ্রামের ইলিয়াছ মিয়ার ছেলে। আজ দুপুরে ভৈরব দুর্জ মোড় বাসষবট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড় থেকে মটর সাইকেলে করে দুটি ব্যাগে করে ফেনসিডিল নিয়ে নরসিংদী যাচ্ছিল। ভৈরব দুর্জয় মোড়ে পৌছলে পুলিশ তাকে আটক করে। পরে তার ব্যাগ তল্লাশি করে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ জাহাঙ্গীর আলম, এ এস আই মোঃ আব্দুল করিম, কনস্টেবল আবির সরকার এবং ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গির আলম সঙ্গিয় ফোর্স নিয়ে বাসষ্ট্যান্ড এলাকা থেকে মওদুদ নামে এই মাদক কারবারিকে আটক করে। ফেনসিডিল বহনের দায়ে তার ব্যবহৃত মটরসাইকেলটিও জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *