মোঃ শাহনুর, বিশেষ প্রতিনিধি:
ভৈরবে বাংলাদেশ রেলওয়ের অভিযানে কয়েকশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের ডেপুটি কমিশনার ও ভূ-সম্পত্তি কর্মকর্তা মো: নজরুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ভৈরবের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভৈরব রেলওয়ে জংশন স্টেশন এলাকা, রেলওয়ে সড়ক, বঙ্গবন্ধু সরণি এইসব এলাকার কয়েকশ দোকান-পাট, মার্কেটের কাঁচা, পাকা স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এই অভিযানকে রেলওয়ের নিয়মিত কার্যক্রমের অংশ উল্লেখ করে নজরুল ইসলাম জানান, পর্যায়ক্রমে ভৈরবের অন্যান্য এলাকাও এ অভিযান পরিচালনা করা হবে।
অভিযানে বাংলাদেশ রেলওয়ে ও থানা পুলিশের বিপুল সংখ্যক সদস্যসহ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা সহায়তা করেন।