জাতীয়

রায়পুরার মাহমুদাবাদে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ২

রায়পুরা থেকে ফিরে জয়নাল আবেদীন রিটন:

ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরবের অদুরে নরসিংদীর রায়পুরা থানাধিন মাহমুদাবাদ এলাকায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলর দুই আরোহী নিহত হয়েছে। নিহতরা হলো ঃ পলাশতলী ইউনিয়নের খাগচর গ্রামের হযরত আলী ভুইয়ার ছেলে তোফজ্জল হোসেন তপু (৩৮) ও শ্রীরামপুর গ্রামের ফজলুর রহমান খন্দকারের ছেলে আলমগীর খন্দকার (৩৬)।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় মহমুদাবাদের ঝাড়েরতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, তোফাজ্জল হোসেন রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্য বিভাগে চাকুরি করতেন আর আলমগীর খন্দকার বিদেশে চাকুরি করতেন। আজ দুুপুরে তাদের ব্যাক্তিগত কাজে ভৈরবে আসছিলেন। মাহমুদাবাদের ঝাড়েরতলা নামকস্থানে একটি বাসকে ওভারটেক করার সময় ঢাকাগামী উত্তরা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে তোফাজ্জল ও আলমগীর ঘটনাস্থলেই মারা যায়।

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধারসহ ঘাতক বাসটি আটক করা হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে যায়। এ ঘটনায় ঘাতক বাসের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনানুগ ব্যাস্থঅ নেয় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *