জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধিঃঃ
ভৈরবে যাত্রীবাহী বাস থেকে ত্রিশ কেজি উদ্ধারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প সদস্যগণ। এ সময় গাঁজা পাচারে ব্যবহৃত যাত্রীবাহী বাসটিকেও জব্দ করা হয় বলে জানায় র্যাব। আজ সকালে ঢাকা-সিলেট মহা সড়কের ভৈরব নাটালের মোড় এলাকা হইতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো সিলেটের ওসমানীনগর থানাধিন গজিয়া গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে আল আমিন (৩৪), হবিগঞে।জর নবীগঞ।জ থানাধিন কান্দিগাঁও গ্রামের আফসার মিয়ার ছেলে সিজু মিয়া (২৭) ও সিলেটের বিশ্বনাথ থানাধিন ছত্রিশ গ্রামের মৃত আব্দুল আহাদ মিয়ার ছেলে আব্দুল কাদের লিটন (২৬)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্ত্বিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে নাটালে মোড় এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়। পরে তথ্যের ভিত্ত্বিতে যাত্রীবাহী সুরমা এক্সপ্রেস বাসটিকে থামানো হয়। বাসটিতে তল্লাশি করে ত্রিশ কেজি গাঁজা উদ্ধারসহ উল্লেখিত তিন মাদক ব্যবসায়ীকে আটক করেণ। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।