জাতীয়

ভৈরবে মৎস্য চাষীদের সাথে উপ-প্রকল্প পরিচালকের মতবিনিময় ও বিভিন্ন প্রকল্প পরিদর্শন


জয়নাল আবেদীন রিটন:
কিশোরগঞ্জের ভৈরবে …জন মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা করেছেন উপ-প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) ড.রনজিৎ কুমার সরকার। আজ বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর অধীনে পরিচালিত ভৈরব উপজেলার মৎস্য প্রডিউসার অর্গানাইজেশন (পিও) সদস্যদের সাথে এ মতবিনিময় সভা অনষ্টিত হয়।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ড. রাজু আহমেদ, সহকারী পরিচালক, এনএটিপি-২, মৎস্য অধিদপ্তর, রিপন কুমার পাল, জেলা মৎস্য অফিসার, কিশোরগজ্ঞ, ড. মো: মাহবুব আলম, প্রডিউসার অর্গানাইজেশন মবিলাইজেশন স্পেশালিস্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট (পিএমইউ), এনএটিপি-২, প্রকল্প, কৃষি মন্ত্রণালয়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: লতিফুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: রফিকুল ইসলাম খান প্রমূখ। এর আগে অতিথিরা এনটিপি-২ এর অর্থায়ন ও সহযোগিতায় পরিচালিত উপজেলার শিবপুির এলাকার পানাউল্লাহর চরে মাছের খাদ্য তৈরির প্রকল্প শেষে একই এলাকায় মৎস্য অধি:দপ্তরের আর্থিক সহায়তায় বায়োফ্লকচাষী রায়হানের মৎস্য খামার পরিদর্শন করেন। পরে গজারিয়া ইউনিয়ন পরিষদে মৎস্য চাষীদের সাথে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *