জাতীয়

ভৈরবে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধি সমাবেশ করেছে পুলিশ ও জনতা


জয়নাল আবেদীন রিটন:
কিশোরগঞ্জের ভৈরবে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধি সমাবেশ করেছে পুলিশ ও জনতা । ভৈরব থানা পুলিশের আয়োজনে আজ শনিবার সকাল দশটার সময় আগানগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্টিত হয়েছে। ভৈরব থানার অফিসার ইনচার্জ মো ঃ শাহিনের সভাপতিত্তে বক্তব্য রাখেন আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো ঃ মোমতাজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান মো ঃ সেলিম আহমেদ, সাবেক চেয়ারম্যান মো ঃ হোমায়ূন কবির ও সাবেক ইউপি সদস্য মোঃ আকবর আলী প্রমূখ। অনুষ্টানের সার্বিক পরিচালনা করেন ৬ নং বিটের ইনচার্জ এস আই মো ঃ জাহাঙ্গির আলম।

নারীর নির্যাতন ও ধর্ষণ রোধে আপনার পুলিশ আপনার পাশে – এ স্লোগানকে সামনে রেখে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী
পুলিশ-জনতা সমাবেশ অনুষ্টিত হয়েছে। ভৈরব থানার অফিসার ইনচার্জ মো ঃ শাহিনের সভাপতিত্বে এ সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। সমাবেশে নারীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শনসহ সমাজে নারী নির্যাতন , বাল্য বিয়ে ও ধর্ষন রোধে স্ব স্ব এলাকার সবাইকে সচেতন হতে আহ্বান জানান বক্তারা। সেই সাথে ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড রায় ঘোষনা করায় প্রধানমন্ত্রীকে আন্তরীক ধন্যবাদ জানান উপস্থিত জনতা।
এদিকে সারাদেশের ন্যায় ভৈরব থানা পুলিশের আয়োজনে উপজেলার ১১টি বিটে একযোগে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধি সমাবেশ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *