জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে সাড়ে ২৭ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ খালেক নামে এক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। আজ বুধবার সকালে শহরের ঢাকা-সিলেট মহাসড়কের নাভানা সিএনজি পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ব্যাগ হাতে এক ব্যক্তি সিলেট থেকে আসা একটি যাত্রীবাহি বাস থেকে নেমে ঢাকাগামী অন্য আরেকটি,. তারিখ ঃ বাসের জন্য অপেক্ষায় ছিল। এসময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে আটক করে। পরে তার .সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ইংলান্ডের ৬ হা জার পাউন্ড যা বাংলাদেশি টাকায় সাড়ে ২৭ লাখ টাকা উদ্ধার করা হয়। পুলিশের হাতে আটকৃত ব্যাক্তির বাড়ি চাদপুর জেলার মতলব উপজেলার ঘোড়াদারি গ্রামের আব্দুল হাসিম মিয়ার ছেলে। সে এ পর্যন্ত ৩ বার অবৈধভাবে বৈদেশিক মুদ্রা ঢাকায় পাচার করে আসছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মতিউজ্জামান নাভানা সিএনজি পাম্পের সামনে থেকে তাকে আটক করে। আটকৃতের বিরুদ্ধে ভৈরব থানায় মানি লন্ডারিং আইনে মামলা দায়ের শেষে তাকে আদালতে পাঠানো হবে।